X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন এভাবেই সম্ভব: কাজী নাবিল

যশোর প্রতিনিধি
২০ জুন ২০১৭, ২০:৫২আপডেট : ২০ জুন ২০১৭, ২০:৫২

ইফতার মহফিলে কাজী নাবিল আহমেদ (ছবি: যশোর প্রতিনিধি) যশোরের সুধীজনদের জন্যে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা জিজ্ঞেস করেন, তোমরা এত দ্রুত কীভাবে দেশকে এমন পর্যায়ে এনেছো। উত্তর একটাই, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন এভাবেই সম্ভব।’

মঙ্গলবার (২০ জুন) যশোর পৌর কমিউনিটি সেন্টারে যশোরের রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রকৌশলী, চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবীদের জন্যে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। ইফতার মহফিলে কাজী নাবিল আহমেদ (ছবি: যশোর প্রতিনিধি)

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্ব আর সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নিরলস পরিশ্রমের ফসল আজ দেশের উন্নয়ন। সবার সম্মিলিত চেষ্টায় আজ আমরা শিক্ষা, চিকিৎসা, মাতৃ মৃত্যুহার রোধ, শিশুস্বাস্থ্যসহ ৭টি সামাজিক সূচকে এগিয়ে গেছি।’

যশোরের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির ফিরিস্তি দিয়ে তিনি বলেন, ‘গত সাড়ে তিন বছরে যশোর সদরে যে উন্নয়নযজ্ঞ সাধিত হয়েছে, ইতোপূর্বে তার চারভাগের একভাগও হয়নি। এই সময়ে এলজিইডি থেকে প্রায় ৭২ কোটি টাকার রাস্তার কাজের টেন্ডার হয়েছে। আরও ৫০ কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি বলেন, ‘যশোরবাসীর প্রাণের দাবি ভৈরব নদ খনন কাজের প্রকল্প ইতোমধ্যে একনেকে পাশ হয়েছে। ২০১৮ সালের মধ্যে যশোর সদরের ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহের কাজ শতভাগ সম্পন্ন হবে। আমি চাই যশোর হবে শান্তির শহর, স্বস্তির শহর। সেলক্ষ্যে যশোরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’ কাজী নাবিল আহমেদ আয়োজিত ইফতার মহফিল (ছবি: যশোর প্রতিনিধি)

ইফতার অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুজ্জামান, পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামান চুন্নু, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি ফিরোজ খান, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাইজু জামান, বৃহত্তর যশোর চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুল, এনজিও ব্যক্তিত্ব অ্যাঞ্জেলা গমেজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, যুবলীগ নেতা লুৎফুল কবীর বিজু, মঈনুদ্দিন মিঠুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

/এফএস/

আরও পড়ুন- 


‘হাই-ভোল্টেজ’ তারের নিচে জীবনবাজি রেখে বসবাস

সম্পর্কিত
সর্বশেষ খবর
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা