X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অজ্ঞাত রোগে আক্রান্ত আলিমুনকে পাঠানো হলো ঢাকায়

বাগেরহাট প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ২১:৫৫আপডেট : ২১ জুলাই ২০১৭, ০২:৫৭

বাগেরহাটের কচুয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত ছোট্ট শিশু আলিমুন শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে তাকে নিয়ে ঢাকার নিউরো সায়েন্স ইনস্টিটিউটে রওনা হয় বাগেরহাট জেলা ছাত্রলীগ। তারাই ৯ বছরের শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালে শিশু আলিমুন শেখ ও জেলা ছাত্রলীগ নেতারা দরিদ্র পরিবারে জন্ম নেওয়া আলিমুনের চিকিৎসা চলছিল বাগেরহাট সদর হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানের কাছে শিশুটিকে হস্তান্তর করে।

অজ্ঞাত রোগে আক্রান্ত ওই শিশুটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন স্থানীয় শৈল্য চিকিৎসক জাহিদুল ইসলাম। সেটি ফেসবুকে ভাইরাল হয়। পরে তাকে নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তার চিকিৎসাভার গ্রহণের উদ্যোগ নেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

এর আগে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগ অজ্ঞাত রোগে আক্রান্ত আলিমুনের চিকিৎসা প্রক্রিয়া শুরু করে। তারা শিশুটির রোগ শনাক্ত করতে বাগেরহাট সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাঈদ আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে।

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিশু আলিমুনের চিকিৎসার দায়িত্বভার নিয়েছেন। আমরা তার উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছি। দুপুরে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগ তাকে আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা তাকে ঢাকায় নিয়ে যাচ্ছি। অসহায় দরিদ্র শিশুটি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে আশা করছি।’

মেডিক্যাল বোর্ডের প্রধান বাগেরহাট সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাঈদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিশুটির অসুস্থতার কথা জানতে পেরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে গত কয়েকদিনে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বাগেরহাটে তার উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব নয়। তাই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক