X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভয় পাওয়ার রেকর্ড শেখ হাসিনার, খালেদা জিয়ার নয়: রিজভী

যশোর প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ১৪:৩১আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৪:৩১

যশোর জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচির উদ্বোধন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘ভয় পাওয়ার রেকর্ড শেখ হাসিনার, খালেদা জিয়ার নয়। ওয়ান ইলেভেনে মাইনাস টু ফর্মুলার সময় তিনিই ছেলের কাছে চলে গিয়েছিলেন। খালেদা জিয়া দেশ, জনগণ, মাটির টানে হিমালয়ের মতো অটল ছিলেন। বন্দুকের নলও তাকে টলাতে পারেনি।’




বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১২টায় যশোর জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে রিজভী আরও বলেন, ‘ষড়যন্ত্রের মূল রচয়িতা শেখ হাসিনা। বর্তমান প্রধানমন্ত্রীর কাজ সম্মানিত মানুষদের চিমটি দিয়া কটূক্তি করা; যা অশোভনীয় শিষ্টাচার বহির্ভূত।’ 
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে রিজভী বলেন, ‘আপনার মুখে কিছুই আটকায় না। শ্রাবণের ধারার মতোই আপনার মুখ দিয়ে কটূক্তি, চিমটি মারা আর প্রতিহিংসামূলক কথাবার্তা অনর্গল বের হয়।’
তিনি বলেন, ‘হাসপাতালে আপনার অসুস্থ স্বামীকে দেখতে যাননি বলে কি খালেদা জিয়া তার সন্তানকে দেখতে যাবেন না? তাহলে এ নিয়ে এতো বানোয়াট কথা কেন?’ 
রিজভী বলেন, ‘শেখ হাসিনা জানেন তিনি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না। তাই জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে চান। কিন্তু আগামী নির্বাচন এভাবে করার চেষ্টা করবেন না। জনগণ আপনাকে সেই কাজ করতে দেবে না। দুই-একবার জুলুম করে জয় পাওয়া যায়; কিন্তু পুনরাবৃত্তি করা যায় না। শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন নয়-সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে।’

অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনায় ন্যূনতম অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা রয়েছে লুটপাট, চুরি আর ছিনতাইয়ের। এ সরকার দেশের মানুষকে ১০ টাকায় চাল খাওয়াতে চেয়েছিল; সেই টাকায় তার দলের লোকজনকে খাইয়ে পেটমোটা করেছেন। কিন্তু সাধারণ মানুষকে আজ  ৪০, ৫০ আর ৬০ টাকায় চাল খেতে হচ্ছে।’
তিনি অভিযোগ করেন, গত এক বছরে এই সরকার ৭৮ হাজার কোটি লুটপাট করে বিদেশে পাচার করেছে। জনগণের টাকা লুটপাট করে আবার সেই টাকায় নতুন ব্যাংক করেছে।
তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘সদস্য সংগ্রহ করে আগামী নির্বাচনসহ আন্দোলন সংগ্রাম জোরদার করতে হবে। কর্মীদের মরে যাওয়া কিংবা লড়াই করে বাঁচার মাঝামাঝি অন্য কোনও উপায় নেই। আর কতো মার খাবো, কতো গুম হবো, কতো খুন হবো, কতো জেল খাটবো- মনোমালিন্য ভুলে আসুন আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা নেই।’

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে প্রেসক্লাব যশোরে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু ও অমলেন্দু দাস অপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ। 
/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ