X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় আরও ১৮ রোহিঙ্গাকে পুশব্যাক

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ২০:১৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ২০:১৪

সাতক্ষীরায় ১৮ রোহিঙ্গাকে পুশব্যাক ভারতে অবস্থানরত আরও ১৮ রোহিঙ্গাকে সাতক্ষীরার হিজলদি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করেছে বিএসএফ। এদের মধ্যে ১০ শিশু, পাঁচ নারী ও তিন জন পুরুষ রয়েছে। তাদেরকে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়িতে রাখা হয়েছে।

উদ্ধারকৃতরা হলেন রুপিয়া খাতুন, রোকেয়া খাতুন, আবু তাহের, আবদুর রহিম, রেহানা খাতুন ও আলিমুদ্দিন। এছাড়া শিশুরা হলো শাহরুখ, আজিজুর, জিয়ারুল, জুবাইদ, সুমাইয়া, গুলশান আরা, এনায়েতুর, মাহবুব,সুফিয়া, জুবায়ের,রাশিদা ও সালমা খাতুন।

এ নিয়ে গত তিন সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরা সীমান্ত পথে ৫৭ রোহিঙ্গাকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সাতক্ষীরা ৩৮ বিজিবির হিজলদি সীমান্ত চৌকির (বিওপি ) নায়েক সুবেদার ওমর ফারুক জানান, রোহিঙ্গা পুশব্যাকের খবর পেয়ে তিনি ইউপি সদস্য নজরুলের বাড়িতে যান। তিনি তাদের সঙ্গে কথা বলে জানতে পারেন, বিএসএফ সদস্যরা তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তারা তিন বছরেরও বেশি সময় ধরে ভারতে বসবাস করে আসছিলেন।

তিনি আরও  জানান, তাদের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জানতে চাইলে কলারোয়ার চন্দনপুর ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বলেন ‘আমার বাড়ি থেকে ভারতীয় সীমান্তের দূরত্ব মাত্র ১০০ গজ। সকাল ৭টার দিকে হঠাৎ করেই রোহিঙ্গারা আমার বাড়িতে উঠে পড়ে। মানবিক কারণে তাদের আশ্রয় এবং খাদ্য সহায়তা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘তাদেরকে ভারতের ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরুপনগর থানার গণরাজপুর বিএসএফ ক্যাম্প সদস্যরা সীমান্ত পার করে দিয়েছে।’

চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, ‘ভারতীয়রা তাদেরকে আমার ইউনিয়নে পুশব্যাক করেছে। তারা আশ্রয় নিয়েছেন আমার পরিষদ সদস্য নজরুল ইসলামের বাড়িতে।’

তবে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা জানাতে পারেননি ইউপি চেয়ারম্যান।

আরও পড়ুন:
ফরিদপুরে সংসদ উপনেতার গাড়ি বহরে হামলা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
ভুয়া মৃত সনদ নিজেই তৈরি করতো মিল্টন: হারুন অর রশীদ
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি