X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মাগুরায় কৌশলে বাড়ানো হচ্ছে পেঁয়াজের দাম

মাগুরা প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৭, ০৬:১৫আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০৬:৫৯

 

 

 

 

পেঁয়াজ বিক্রি (ফাইল ছবি)

মাগুরায় পেঁয়াজের দাম বেড়েই চলেছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আমদানিকৃত পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকা এবং দেশি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দৈনন্দিন রান্নার প্রয়োজনীয় উপকরণ হিসেবে পেঁয়াজের দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের বিপাকে ফেলেছে।

জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, মাগুরায় এবছর ৭২০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়। মোট পেঁয়াজের উৎপাদন ৭৮ হাজার ৫৯০ টন।

শহরের নিজনান্দুয়ালী এলাকার শিক্ষিকা লতিকা মণ্ডল বলেন,যেহেতু পেঁয়াজ অত্যাবশ্যকীয় একটি রান্নার উপকরণ তাই এটির কোনও বিকল্প নেই। বাধ্য হয়েই আমাদেরকে কিনতে হচ্ছে। তবে পরিমাণে কমিয়ে দিতে বাধ্য হচ্ছি।

মাগুরা দোয়ারপাড় এলাকার কৃষিজীবী মনিরুল ইসলাম বলেন, চার মাস আগে পেঁয়াজ ঘরে তুলেছে কৃষক। এবার ফলনও ছিল ভালো। তা সত্ত্বেও দাম বাড়ার কোনও কারণ আমি দেখি না। একটি অসাধু চক্র এ দাম বাড়ানোর পেছনে কাজ করছে বলে আমার ধারণা।

মাগুরা ইসাডো ফ্উান্ডেশনের নির্বাহী পরিচালক আবু ইমাম বাকের বলেন, পেঁয়াজ ব্যবসায়ীরা বলছে আমদানিকৃত পেঁয়াজের দাম বেশি বলেই বাজারে পেঁয়াজের দাম বেশি। কিন্তু বাজারে দেশি পেঁয়াজই দেখা যাচ্ছে। আসলে মজুতদারদের কাছে প্রচুর পেঁয়াজ রয়েছে। তারা আমদানিকৃত পেঁয়াজের কারণ দেখিয়ে কৌশলে দাম বাড়াচ্ছে।

সদর উপজেলার বেলনগরের কৃষক আবু সাইদ বলেন, আমরা মাত্র চার মাস আগে পেঁয়াজ ঘরে তুলেছি। কিছুদিন আগ পর্যন্ত ১৫ টাকা কেজিতে পাইকারের কাছে বিক্রি করেছি। মাত্র ক’দিনের মধ্যে খুচরা বাজারে তা ২০ টাকা থেকে ৬০ টাকা কেন হলো তা বুঝছি না। এখনতো কৃষকের গোলায় পেঁয়াজ নেই। সব তো মজুতদারের কাছে।

মাগুরা কাঁচা বাজারের এক পাইকারি বিক্রেতা বলেন, আমরা এখন ভারতীয় পেঁয়াজই বিক্রি করছি। যেহেতু ভারতে পেঁয়াজের দাম বেশি তাই আমদানিকৃত পেঁয়াজের দামও বেশি। স্থানীয় দেশি পেঁয়াজ বাজারে নেই। আমরা ফরিদপুর থেকে দেশি পেঁয়াজ আনছি, তাই এর দাম আরও বেশি পড়ছে।

জেলা মার্কেটিং অফিসার বলেন,এটি সারা দেশেরই সমস্যা। আমদানি করা পেঁয়াজের দাম বাড়ার কারণে দেশি পেঁয়াজের সংকট দেখা দিয়েছে বাজারে। আমরা নজরদারি করছি। খুব শিগগিরই পেঁয়াজের দাম আবার নাগালের মধ্যে আসবে বলে আশা করছি।

 

 

 

  

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত