X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বায়রা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মাগুরা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ২১:৫০আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২৩:০১

মাগুরা মাগুরায় প্রতারণা ও অর্থ আত্মসাতের দুটি মামলায় বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহম্মদ আবুল বাশারসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। রবিবার মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।। এর আগে আরও একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- বায়রা লাইফ ইন্সুরেন্স কোম্পানির এ এম ডি মোহম্মদ ওমর ফারুক, সিইও অমল কান্তি, সি এফ মামুন খান, ডিএমডি মোহম্মদ মিজানুর রহমান এবং কোম্পানির আরসি মোহম্মদ হাবিবুর রহমান।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা জানান, মামলার বাদী আব্দুল সর্দার ও মশিউর রহমানসহ ২৮ জন গ্রাহক বায়রা লাইফ ইন্সুরেন্স থেকে ১০ বছর মেয়াদী জীবনবীমা পলিসি গ্রহণ করেন। বাদীসহ অন্য গ্রাহকরা ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে নিয়মিত পলিসির অর্থ ইন্সুরেন্সে জমা করতে থাকেন যার পরিমাণ মোট ৪ লাখ ৪৭ হাজার ১৯৬টাকা। ১০ বছর মেয়াদ পার হলে গত বছরের ২১ সেপ্টেম্বর আসামিদের স্বাক্ষরিত নির্বাহী রশিদ পান। সে সময় জানানো হয় গ্রাহকদের মুনাফাসহ জমাকৃত টাকা এক মাসের মধ্যে ফেরত দেওয়া হবে। কিন্তু তারা গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে ঘোরাতে থাকেন। এ বছর ৬ জুলাই আসামিরা মাগুরা চৌরঙ্গী মোড়ে এরিয়া অফিস পরিদর্শন করতে আসলে খবর পেয়ে বাদীসহ অন্য গ্রাহকরা অফিসে এসে তাদের বকেয়া টাকা ফেরত চায়। এ সময় আসামিরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয়।
উল্লেখ্য, গত ১০ জুলাই ৩৮ জন গ্রাহকের ৮ লাখ ৯২ হাজার ৬০০ টাকা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে স্বপন পান্ডে নামে একজন গ্রাহক বাদী হয়ে মাগুরা সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা করলে সে মামলাতেও আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারিক ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা