X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ একাধিক মামলার আসামি নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ১০:৩২আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১০:৩৯

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ একাধিক মামলার আসামি নিহত চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একাধিক মামলার আসামি ইমান আলী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা ও চাপাতি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ২টার দিকে উথলী ইউনিয়নের সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ইমান আন্তঃজেলা ডাকাতদলের নেতা।

নিহত ইমান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হাটচাঁদপুর গ্রামের ফকর আলী ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে বোমাবাজি, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে। চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার আহসান হাবীব পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জীবননগরের সন্তোষপুরে একটি আমবাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট দুই পক্ষের গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে ইমান আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুই রাউন্ড কার্তুজ, চারটি ককটেল ও পাঁচটি চাপাতি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে নিহত ইমান আলী আশপাশ এলাকার ডাকাতদল চক্রের মূল হোতা। তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়। আজ বুধবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় বাংলাদেশ
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় বাংলাদেশ
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের