X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৫

কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সহায়ক সরকারের প্রস্তাব এবং খালেদা জিয়ার সাজা এ দুই বিষয়কে উছিলা করে বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। দলের নেতাকর্মীদের সাজা হলে দলের নিবন্ধন বাতিল হয় না। সুতরাং বিএনপি ভোটে অংশ নিতে পারে।’

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না, আবার নির্বাচনে ডাকতেও চায় না। সুতরাং আদালত কোনও অপরাধীকে সাজা দিলে তাকে নির্বাচনের বাইরে রাখা বা না রাখা সরকারের দায়িত্ব না।’

জাসদ সভাপতি বলেন, ‘২০০৯ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং খালেদা জিয়া পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করেছে। বেগম খালেদা জিয়ার সাজা মওকুফ অথবা তথাকথিত সহায়ক সরকারের প্রস্তাব উছিলা আকারে নিয়ে বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। কারো কথায় সরকারের ভিত নড়ে না, আবার শক্তিশালীও হয় না। সেটা দেখার দায়িত্ব দেশবাসীর।’ তিনি বলেন, ‘নির্বাচন ও আদালতের দরজা সবার জন্য খোলা। কোনও সাজাপ্রাপ্ত ব্যক্তি যদি বিচারপ্রার্থী হন তাহলে উচ্চ আদালতে আইনি লড়াইয়ের অধিকার তার আছে। তবে মনে রাখতে হবে, অপরাধী ছাড়া সবার জন্যই নির্বাচনের দরজা খোলা।’

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!