X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আলিফের মরদেহ আসছে আজ, গ্রহণ করবেন দুই ভাই

খুলনা প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ১৯:৩৬আপডেট : ২২ মার্চ ২০১৮, ০৮:৪০

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত আলিফুজ্জামান আলিফ নেপালে বিমান দুর্ঘটনায় নিহত আলিফুজ্জামান আলিফের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) বিকালে তার মরদেহ ঢাকা আসছে। বিকাল সাড়ে ৩টায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আলিফের ছোট ভাই ইয়াসিন আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার বিকালে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে ফোনে আমাকে বিষয়টি জানানো হয়েছে।’

ইয়াসিন আরাফাত জানান, আলিফের মরদেহ বিমান বন্দর থেকে তিনি ও তার বড় ভাই আশিকুর রহমান হামিম গ্রহণ করবেন। তিনি ঢাকাতেই আছেন। বড় ভাই হামিম খুলনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। দুই ভাই মিলে মরদেহ গ্রহণ করে মাওয়া হয়ে খুলনার উদ্দেশে যাত্রা করবেন।

তিনি জানান, মরদেহ নিয়ে খুলনার রূপসার আইচগাতিতে পৌঁছাতে গভীর রাত হতে পারে। এ অবস্থায় শুক্রবার সকালে কিংবা বাদ জোহর জানাজা শেষে আলিফের মরদেহ দাফন করা হতে পারে।

উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তে নিহত ২৬ জনের মধ্যে আলিফও রয়েছেন। তার বাড়ি খুলনার রূপসা উপজেলার আইচগাতি গ্রামে। খুলনা জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলিফ তিন ভাইয়ের মধ্যে মেজ। তিনি বেলফুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং খুলনার আহসান উল্লাহ কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০০৭ সালে আলিফ কাজের সন্ধানে সৌদি আরবে যান। ২০১০ সালে দেশে ফিরে তিনি খুলনা সিটি কলেজে ভর্তি হয়ে ডিগ্রি পরীক্ষা দেন। খুলনার বিএল কলেজ থেকে এ বছর মাস্টার্স পরীক্ষা দিচ্ছিলেন তিনি। তার কয়েকটি পরীক্ষা বাকি ছিল। ১০ দিনের বিরতি থাকায় তিনি নেপালে ঘুরতে যাচ্ছিলেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ