X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে যৌন হয়রানির দায়ে বহিষ্কার ৮ স্কুলছাত্র

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ০৩:৫৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০৩:৫৭

ঝিনাইদহ যৌন হয়রানির দায়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আট স্কুলছাত্রকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই জিএইচজিপি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো। একই স্কুলের ১৭ জন ছাত্রীর লিখিত অভিযোগের সত্যতা মেলায় মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল ইসলাম তাদের স্কুল থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

বহিষ্কৃতরা হলো নিশান, খাব্বার, অপু দাস, সুজন, পিয়াল, সাব্বির,আহসান ও জাবারুল।

ইউএনও কামরুল ইসলাম বলেন, ‘মেয়েরা আমার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর আমি মঙ্গলবার (২৪ এপ্রিল) ওই বিদ্যালয়ে যাই। বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পেয়েছি।  অভিযুক্ত আট ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করতে বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি।’

জিএইচজিপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান জানান, দশম শ্রেণির ওই আট ছাত্র কোনও শিক্ষকের কথা শুনতো না। মেয়েদের নানাভাবে হয়রানি করতো। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার অভিভাবক ডেকে মিটিং করে জানানোও হয়েছে। এরপরও ছেলেগুলো কথা শুনতো না।

তিনি বলেন, ‘সোমবার (২৩ এপ্রিল) তার বিদ্যালয়ের দশম শ্রেণির ১৭ জন ছাত্রী মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুর থানার ওসি, উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেয়। মঙ্গলবার ইউএনও নিজে এসে অভিযোগের সত্যতা পেয়ে আট ছাত্রকে স্কুল থেকে বের করে দেন। তিনি স্কুল থেকে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য ম্যানেজিং কমিটিকে নির্দেশ দেন।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিদুল ইসলাম বলেন, ‘যাদের স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে, তারা খুব দুষ্টু। কারও কথা শুনতো না। ইউএনও স্যারের নির্দেশে আমরা তাদের স্কুল থেকে বহিষ্কার করেছি।’

১৭ ছাত্রীর অভিযোগ— বহিষ্কৃত আটজন ছাত্র প্রতিনিয়ত তাদের উত্ত্যক্ত করতো। এ নিয়ে কয়েক দফা অভিভাবক ডেকে বিচার বসিয়েও সমাধান হয়নি। তারা প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে লিখিত অভিযোগ দেওয়ার পরও কাজ না হওয়ায় বাধ্য হয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে অভিযোগ দেয়।

/এনআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?