X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ

বাগেরহাট প্রতিনিধি
২১ মে ২০১৮, ১৭:০৪আপডেট : ২১ মে ২০১৮, ১৭:৩৬

নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাগেরহাটের মোরেলগঞ্জে স্বামী আলামিন ওরফে আলামকে হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ মে) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ দণ্ডাদেশ দেন। একইসঙ্গে আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নিহতের  স্ত্রী ফাতেমা বেগম (৪৬) ও তার প্রেমিক কুমারিয়াজোলা গ্রামের মিরাজ উদ্দিন শেখের ছেলে শাহজাহান শেখ (৬০)। মামলার অপর আসামি সাইফুল ইসলামকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। একই মামলায় আলামের লাশ গুম করার অপরাধে ২০১ ধারায় ওই দুজনকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

মামলার বিবরণে জানা গেছে, দক্ষিণ কুমারিয়াজোলা গ্রামের মৃত আইউব আলী শেখের ছেলে চার সন্তানের বাবা আলামীন শেখ ঢাকায় রিকশা চালাতেন। ২০১৫ সালের ১৬ মার্চ রাতে তিনি বাড়িতে আসেন। ওই রাতেই তার স্ত্রী ফাতেমা বেগম তাকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে ও গুপ্তি দিয়ে কুপিয়ে হত্যা করে। স্বামীকে হত্যার পরে রাতেই ফাতেমা বেগম তার প্রেমিক প্রতিবেশী শাহাজান শেখের সহযোগিতায় লাশ গোসলখানায় মাটিচাপা দিয়ে রাখে। এ হত্যার ঘটনা যাতে কারও নজরে না আসে সেজন্য ওই গোসলখানাতেই নিয়মিত গোসল করতো ফাতেমা বেগম।

এদিকে নিহত আলামীন শেখের ছেলে মোহাম্মদ আলী তার বাবার নিখোঁজের খবর জানিয়ে কেরানীগঞ্জ থানায় ২০১৫ সালের ২ এপ্রিল একটি সাধারণ ডায়েরি করেন। হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পর পুলিশ মোবাইলের কললিস্ট দেখে নিহতের স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ফাতেমা বেগম হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেন।

এ ঘটনায় নিহতের দুলাভাই মোড়েলগঞ্জ থানার দেবরাজ গ্রামের মৃত সম্তার আকনের ছেলে মোবারেক আকন (৬০) মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি সীতা রানী দেবনাথ। আসামিপক্ষে ছিলেন শেখ বাহাদুর ইসলাম। 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা