X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মোংলায় টর্নেডো দুর্গতদের দিন যাচ্ছে খেয়ে না খেয়ে

মোংলা প্রতিনিধি
২২ জুন ২০১৮, ১৪:১৪আপডেট : ২২ জুন ২০১৮, ১৪:১৪

মোংলায় টর্নেডো দুর্গতরা গত সোমবার টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মোংলার সুন্দরবন সংলগ্ন পশুর নদীর তীরের সাতটি গ্রামের অসংখ্য পরিবার। এরপর থেকে খেয়ে না খেয়ে দিন পার করছেন তারা। খোলা আকাশের নিচে সামিয়ানা টাঙিয়ে মানবেতর জীবনযাপন চলছে তাদের। স্থানীয় প্রশাসনের দেওয়া শুকনো খাবারও তাদের ভরসা।

সোমবার (১৮ জুন) বিকাল ৪টার দিকে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড  হয়ে যায় পশুর নদীর তীরের জয়মনির ঘোল, গিলার খালকুল, কাটাখালী, খাপড়া, পশ্চিমপাড়া, বৌদ্ধমারী ও বটতলা গ্রাম। মাত্র ৪৫ সেকেন্ডের প্রলয়ংকারী টর্নেডোতে মসজিদ, মাদ্রাসা, দোকানপাট ও দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

মোংলায় টর্নেডো দুর্গতরা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের বাসিন্দা মো. জাকির শেখ ও মহারাজ মিয়া জানান, ‘ভিটেমাটি বলতে পশুর নদীর পাড়ে কোনও রকম গোলপাতার ছাউনি দিয়ে তাদের বসবাস ছিল। কিন্তু সোমবারের টর্নেডোর আঘাতের পর মুহূর্তেই সব লণ্ডভণ্ড হয়ে যায়। এরকম আরও শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত  হয়েছে।  পরিবার নিয়ে না খেয়ে কোনও রকম দিন পার করতে কষ্ট হচ্ছে।’

মোংলায় টর্নেডো দুর্গতরা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন জানান, ‘টর্নেডোর পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়নের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। তাদের প্রতিদিনই চিড়া, মুড়ি এবং গুড় দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যাবস্থা করা হবে।’  

মোংলায় টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত গাছ উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম জানান, বাগেরহাট জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে ক্ষতিগ্রস্তদের শুক্রবার (২২ জুন) নগদ অর্থ, ঘর নির্মানের জন্য ঢেউটিন এবং ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, ত্রাণ সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড