X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বাসায় বন্দি তরুণকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ জুন ২০১৮, ২১:৪৬আপডেট : ২৫ জুন ২০১৮, ২১:৫০

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ঝিনাইদহ শহরের বনানী পাড়ার একটি বাসা থেকে ১৫ দিন পর আসিফ হায়দার (২২) নামের এক তরুণকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৫ জুন) ৮ ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়। সে ওই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, ওই ছেলেটি একটি কক্ষে আটকে আছে খবর পেয়ে সকাল ১১টার দিকে বনানীপাড়ায় তার বাসায় অভিযান চালায় পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গেল ২৫ রমজান থেকে ওই বাসার ৫ম তলার একটি কক্ষে নিজেকে বন্দি করে রাখে আসিফ হায়দার। নিজেই ওই কক্ষে রাখা খাবার খেয়ে দিনযাপন করতো। তবে সব সময় সবার সঙ্গে ফোনে কথা বলতো। সোমবার উদ্ধার অভিযানে গিয়ে কথা বললে সে বার বার বলে আমাকে বাঁচাতে এলে আমি আমার মতো ব্যবস্থা নেবো। এভাবে দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে সে ঘরে রাখা একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয়। এসময় ঘরের দরজা ভেঙে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় যুবক সেলিম হোসেন জানান, আসিফ দীর্ঘদিন ধরে নেশাগ্রস্থ ছিল। সে বিভিন্ন সময় বাড়ি থেকে টাকা নিয়ে নেশা করতো। নেশার জন্যই সে তার বাবার কাছে ৭ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে ঘর থেকে বের হবে না, নিজেকে মেরে ফেলবে।

তবে বিষয়টি অস্বীকার করে আসিফের বাবা শেখ মো. হাফিজ উদ্দিন জানান, ছেলে নেশাগ্রস্থ ছিল না। তবে, সে মানসিক প্রতিবন্ধী। বিভিন্ন সময় এরকম করতো। ফলে ৫ম শ্রেণির পর তাকে আর লেখাপড়া করানো হয়নি।  

এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, ছেলের মাদকাসক্তের দোষ ঢাকতেই বাবা এতো দিন পর আজ ফায়ার সার্ভিস ও পুলিশকে ফোন দিয়েছে ছেলেকে উদ্ধারের জন্য।
ঝিনাইদহ সদর হাসপাতালের ডা. নাইম আহমেদ জানান, তরুণটি মেন্টাল ডিজিজে আক্রান্ত। তাকে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
ইসরায়েলে একাধিক হামলার দাবি হিজবুল্লাহর
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এমপির ছেলের কাছে ৭০৩ ভোটে হারলেন জেলা আ.লীগের সভাপতি
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা