X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

খুলনায় গৃহবধূকে হত্যার অভিযোগ

খুলনা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ০৭:১৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০৭:১৭

খুলনা খুলনা মহানগরীর টুটপাড়া জোড়াকল বাজার এলাকায় মুক্তা পারভীন (৪৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন থাকায় নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমুয়ান কবীর।

নিহত মুক্তা পারভীন ছাত্রলীগের খুলনা সুন্দরবন কলেজ শাখার সভাপতি শেখ ছাদিকুর রহমান রিমনের বোন। সে মো. খোকনের স্ত্রী।

নিহত মুক্তার ছোট ভাই ছাদিকুর রহমান রিমন বলেন, ‘সোমবার বেলা ৩টার দিকে মুক্তার শ্বশুর বাড়ি থেকে খবর দেওয়া হয় বোন আমার অসুস্থ হয়ে পড়েছে। এ খবর পেয়ে আমি বসুপাড়ার বাসা থেকে বোনের শ্বশুর বাড়িতে ছুটে যায়। গিয়ে তাকে ঘরের মেঝেতে শোয়া অবস্থায় দেখি। এরপর তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিই। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন।’

রিমনের অভিযোগ— ‘মুক্তার মুখ, গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এটা কখনোই আত্মহত্যা হতে পারে না। মুক্তাকে তার স্বামী ও শাশুড়ি প্রায়ই নির্যাতন করতো।’

ওসি মো হুমুয়ান কবীর বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছেন। মঙ্গলবার (২৩ অক্টোবর) লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

খুলনা সদর থানার এসআই বিএম মনিরুজ্জামান বলেন, ‘মুক্তা পারভীনের মুখ ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরই হত্যা নাকি আত্মহত্যা সে সম্পর্কে জানা যাবে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষ্ট করা হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষ্ট করা হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড