X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘মধুসূদনের নামে যবিপ্রবি’র নাম প্রস্তাব করা হবে’

যশোর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৯, ১০:২২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১০:২২





ফিতা কেটে মধুমেলার উদ্বোধন করেন স্বপন ভট্টাচার্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের নাম মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি হল সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের নামে করার প্রস্তাব করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় কেশবপুরের সাগরদাঁড়ি মধুমঞ্চে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বপন ভট্টাচার্য এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘কেশবপুরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের দাবির বিষয়টি জাতীয় নীতির সঙ্গে সংশ্লিষ্ট। এ দাবি আগেও উত্থাপিত হয়েছে।’

স্বপন ভট্টাচার্য আরও বলেন, ‘মধুকবির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের ওপর বিদায়ঘাটে একটি ব্রিজ নির্মাণে সচেষ্ট থাকবো।’ এসময় সাগরদাঁড়িতে একটি আধুনিক গণশৌচাগার ও সুপেয়জলের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন তিনি।

বেলুন উড়িয়ে মধুমেলার উদ্বোধন করা হয় খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন— সংসদ সদস্য ইসমাত আরা সাদেক, সংসদ সদস্য মে. জে. (অব.) ডা. নাসির উদ্দিন, কেশবপুর আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্তো প্রমুখ।

আলোচনা শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির উদ্যোগে সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে বিকালে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ