X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নাটোরে ট্রেনের চোরাই জ্বালানিসহ গ্রেফতার ৪

নাটোর প্রতিনিধি
২০ মে ২০১৯, ১৪:৫৬আপডেট : ২০ মে ২০১৯, ১৯:৫৫

চোরাই ডিজেলসহ আটক চার ব্যবসায়ী

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় ২ হাজার ১শ’ লিটার ট্রেনের চোরাই জ্বালানিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নাটোর র‌্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসপি রাজিবুল আহসান জানান, ট্রেনের জ্বালানি চোরচক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে গ্রেফতার করার জন্য বেশ কিছু দিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত রাত সাড়ে তিনটার দিকে নাটোর র‌্যাব অফিসের একদল সদস্য লালপুরের আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান নেয়। এ সময় ১০ ড্রাম ও ৪ জার ভর্তি ২ হাজার ১শ’ লিটার ট্রেনের চোরাই জ্বালানি (ডিজেল) জব্দ শেষে চারজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তিদের কাছ থেকে ৫টি সিমকার্ড ও দুটি মেমোরি কার্ডসহ ৪টি মোবাইল ফোন, চোরাই জ্বালানি ব্যবসায় ব্যবহৃত দু’টি নছিমন এবং ৬৫ হাজার ৮শ’ টাকা জব্দ করেছেন র‌্যাব সদস্যরা।

জব্দ চোরাই ডিজেল

আটক ব্যক্তিরা হলো, লালপুর উপজেলার গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে হাফিজুল ইসলাম ওরফে রাজিব (৩২), পোকন্দা গ্রামের মৃত আকবর আলী প্রামাণিকের ছেলে লালন (৩২), গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে আক্কাস আলী (৪৮) এবং একই গ্রামের পলানের ছেলে মাখন (৩০)।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জ্বালানির চোরাই ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে। এটা প্রক্রিয়াধীন রয়েছে।

এক প্রশ্নের জবাবে এএসপি রাজিবুল আহসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্বালানি (ডিজেল) বিক্রির জন্য তারা ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সামনে স্বীকার করেছে।

 

 

/জেবি/এমওএফ/এমএমজে/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
অবশেষে প্রার্থিতাই প্রত্যাহার করে নিলেন প্রতিমন্ত্রী পলকের শ্যালক
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী