X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পাঁচ টাকায় ঈদের পোশাক

তৌহিদ জামান, যশোর
৩১ মে ২০১৯, ১৬:১৭আপডেট : ৩১ মে ২০১৯, ১৬:৩০

পাঁচ টাকার পোশাক হাতে শিশুরা যশোর শহরের শংকরপুর এলাকার চতুর্থ শ্রেণির ছাত্রী লিমা, তার বাবা পেশায় দিনমজুর। শুক্রবার সকালে এলাকার এক বড়ভাইয়ের কাছে জানতে পারে, ঈদ উপলক্ষে শহরের চারুপীঠ ক্যাম্পাসে (পৌরপার্ক) শিশুদের জন্য পাঁচ টাকা দরে নতুন পোশাক বিক্রি করা হচ্ছে। শুক্রবার (৩১ মে) সকাল ১০টার দিকে সেখানে গিয়ে পাঁচ টাকায় নতুন পোশাক কিনে লিমার খুশির যেন সীমা নেই। এত কম দামে পোশাক পেয়ে উচ্ছ্বসিত লিমার প্রতিবেশী প্রথম শ্রেণির ছাত্র আরাফাতও।

ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে মাত্র পাঁচ টাকায় নতুন পোশাক দেওয়ার এ উদ্যোগ নেয় ‘ফোঁড়’ নামে স্থানীয় একটি ফ্যাশন হাউজ। নিজেদের পণ্যই এই দামে বিক্রি করে প্রতিষ্ঠানটি। বিশেষ করে দুই বছর থেকে ১৪ বছরের শিশুদের ফ্রক, সালোয়ার কামিজ, টপস, পাঞ্জাবি ও পায়জামা এবং বড়দের পাঞ্জাবি বিক্রি করা হয়। এসব পোশাক ফোঁড়ের শো-রুমে আটশ’ থেকে দুই হাজার টাকায় বিক্রি করা হয়, কিন্তু পৌরপার্ক থেকে নামমাত্র মূল্যে কেনেন সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকরা।

চারুপীঠ ক্যাম্পাসে ফোঁড়ের পোশাক বিতরণ কেন্দ্র ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে সকাল ১০টা থেকে শুরু হয় কেনাবেচা, যা দুপুরে শেষ হয়ে যায়। এই সময়ের মধ্যে চারশ’ পোশাক বিক্রি হয়। পোশাক বিক্রি থেকে পাওয়া টাকা পরে সেখানে আসা দরিদ্রদের মাঝে বণ্টন করা হয়।

শিশুদের সঙ্গে নিয়ে কাপড় কিনতে আসেন সদর উপজেলার ভাতুড়িয়া এলাকার গৃহবধূ নাসিমা বেগম। ছেলে শাহজাহান (১২) আর মেয়ে লামিয়ার (৭) জন্যে পাঞ্জাবি আর কামিজ কেনেন তিনি। নাসিমা বলেন, ‘এখনও ঈদের বাজার করিনি। স্বামী দিনমজুর, আয় রোজগার তেমন না। পাঁচ টাকায় কাপড় বিক্রির সংবাদ শুনে এসেছি। ভেবেছিলাম কী জানি কী দেবে! এখন দেখছি, খুবই সুন্দর সুন্দর জামা-কাপড় বিক্রি করা হচ্ছে। পাঁচ টাকায় এতো সুন্দর জামা-কাপড় পাওয়া যাবে ভাবতেই পারিনি।’

পাঁচ টাকার পোশাক পরা একটি শিশু ফোঁড়ের এই আয়োজন সম্পর্কে যশোরের স্থানীয় একটি দৈনিকের স্টাফ রিপোর্টার প্রণব দাস বলেন, ‘এটি চমকপ্রদ একটি উদ্যোগ। আমার জানা মতে, যশোরে এমন উদ্যোগ এটিই প্রথম। শিশুরা কাউন্টারে টাকা জমা দিয়ে পছন্দ করে কাপড় কিনছে। অভাবনীয় দৃশ্য। এমন উদ্যোগে শিশুরা হীনমন্যতায় ভুগবে না, বরং তাদের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে।’

ফোঁড় ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী মামুনুর রশীদ বলেন, ‘শিশুরা যাতে এগুলোকে দানের পোশাক মনে না করে, সে জন্য পাঁচ টাকা মূল্য নির্ধারণ করেছি। এতে করে তাদের অংশীদারিত্ব থেকে যায়; তারা কোনও প্রকার হীনমন্যতায় ভুগবে না। এ ধরনের উদ্যোগ নিতে পেরে আনন্দিত। আগামীতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।’


 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?