X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলার অভিযোগ বেনাপোলের মেয়রের বিরুদ্ধে

যশোর প্রতিনিধি
২৩ জুন ২০১৯, ০৯:০৫আপডেট : ২৩ জুন ২০১৯, ০৯:১৯

  স্বেচ্ছাসেবক লীগের সংবাদ সম্মেলন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টুতার রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়াকে বেনাপোলের মেয়র আশরাফুল আলম লিটন মেনে নিতে পারছেন না বলে অভিযোগ করেছেন। তার দাবি, তাকে হত্যার জন্য একের পর এক হামলা করেই যাচ্ছেন মেয়র। ১৩ জুন রাতেও তার ওপর বোমা হামলা হয়। বেনাপোলের পৌরমেয়র অভিযোগ নাকচ করে বলেছেন, ‘ওরা নিজেরাই বেনাপোল আওয়ামী লীগ অফিসে হামলা-ভাঙচুর এবং নিজের বাড়ির সামনে বোমা ফাটিয়ে এসব রটাচ্ছে।’

শনিবার (২২ জুন) বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মন্টুকে হত্যার উদ্দেশ্যে তার ওপর বোমা হামলার সুষ্ঠু তদন্ত ও সুবিচার দাবিতে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন সংগঠনের নেতারা।

পৌর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন।

নেতারা বলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র তারিকুল আলম তুহিন মেয়রের দুর্নীতির প্রতিবাদ করায় মেয়র লিটন তাকে গুম করে। তিনি মামলা এখন সিআইডিতে।

লিখিত বক্তব্যে নেতারা বলেন, মেয়র লিটন বিএনপি জামায়াতের সদস্য দিয়ে আকুল ও রাশেদ বাহিনী গড়ে শান্ত বেনাপোলকে অশান্ত করে তুলেছে। তারা আগে আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছে। যার সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী।

১৩ জুন মন্টুর ওপর বোমা হামলার পর পুলিশ আকুলের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ম্যাগাজিন, গুলি, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করে। নেতারা অবিলম্বে মামলার সঠিক তদন্ত ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মেয়র লিটনের দাবি,‘মন্টুর মতো একজন চোর-ছ্যাঁচোড়কে নিয়ে আমার ভাবনার কিছু নেই। সে কোন ধরনের নেতা তা আমার বোধগম্য নয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করে তবেই জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল পদে এসেছি। ওদের মতো জামায়াত-শিবির, বিএনপি করিনি।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা