X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফিরতি পথেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ১০:৩৮আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১০:৫২

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বাগেরহাটে ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি ভাড়া আদায়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা বাস কর্তৃপক্ষও স্বীকার করেছে।

ঢাকা ও চট্টগ্রামগামী একাধিক যাত্রী অভিযোগ, বাগেরহাট বাস টার্মিনাল এলাকায় হাঁকডাক করে বাড়তি ভাড়া আদায় করা হলেও এর কোনও প্রতিকার মিলছে না। নিরুপায় হয়েই যাত্রীরা অতিরিক্ত টাকা দিচ্ছেন। ঢাকার আগের ভাড়া ৪০০-৪৫০ টাকা সেখানে এখন নেওয়া হচ্ছে সাড়ে ৬০০-৭০০ টাকা। একইভাবে চট্টগ্রামের আগের ভাড়া ছিল ৬৫০ টাকা। তা এখন নেওয়া হচ্ছে ১ হাজার ৩০০ টাকা।

কচুয়া থেকে বাগেরহাট বাসস্ট্যান্ডে সায়দাবাদের টিকিট কাটতে আসা মো. শাহীন বলেন, ‘আমি প্রায়ই গ্রামীণ সার্ভিস পরিবহনে যাতায়ত করি। বাগেরহাট থেকে ঢাকার ভাড়া ৪৫০ টাকা। ঈদের অজুহাত দিয়ে আমার কাছ থেকে নিয়েছে ৭০০ টাকা।’

ঢাকাগামী আরেক যাত্রী মো. সোহাগ বলেন, ‘চাকরির জন্য ঢাকা যেতেই হবে। তাই বাধ্য হয়ে আমি আর আমার বন্ধু ১৩০০ টাকা দিয়ে বনফুল ট্রান্সপোর্টে  দু’টি টিকিট কেটেছি। যাত্রীরা বাধ্য হয়েই যাত্রীরা টাকা দিচ্ছে। এটা কোনও নিয়ম হতে পারে না।’

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বাস ভাড়া বেশি নেওয়ার কথা স্বীকার করে বাগেরহাট গ্রামীণ পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. ফেরদাউস বলেন, ‘ঈদের সময় আমরা সাড়ে ৪০০ টাকার ভাড়া ৭০০ টাকা নিচ্ছি। কারণ ঢাকা থেকে ফেরার সময় যাত্রী না থাকায় আমাদের ফাঁকা গাড়ি নিয়ে ফিরতে হয়।’

বনফুল ট্রান্সপোর্টের ম্যানেজার মো. সোহেল বলেন, ‘বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মালিকপক্ষ থেকে বলা হয়েছে তাই বাড়তি টাকা নেওয়া হচ্ছে।’

বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ বাকি তালুকদার বলেন, ‘ফিরতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা কোনোক্রমেই উচিত নয়। ঢাকাগামী পরিবহনগুলো বাগেরহাট সমিতিভুক্ত না হওয়ায় তারা ইচ্ছা মতো ভাড়া আদায় করলেও আমাদের কিছুই করার নেই।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম