X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

খুলনায় ব্যাটারিচালিত রিকশা চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

খুলনা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ১৯:৪৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৯:৫৫

গ্যারেজে রিকশা খুলনায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চালকরা। নিজেদের রিকশা বন্ধ রাখার পাশাপাশি ব্যাটারিবিহীন রিকশা চলাচলে বাধা দেওয়ার মাধ্যমে সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে তারা ধর্মঘট পালন করছেন।

এছাড়া খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়ির সামনে সকালে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে দুপুরে জাতিসংঘ শিশু পার্কের সামনে তারা অবস্থান নেন। ধর্মঘট পালনকারীরা নগরীর গল্লামারি ও দৌলতপুর মোড়ে সব ধরনের রিকশা চলাচলে বাধা দিচ্ছেন।

প্রথম দিনের ধর্মঘটে শহর ছিল অনেকটা রিকশাশূন্য। তবে কিছু চালককে ব্যাটারি খুলে রিকশা নিয়ে বের হতে দেখা গেছে। স্বল্প দূরত্বের পথ মানুষকে পায়ে হেটেই পাড়ি দিতে দেখা যায়। রিকশা না থাকায় নগরীতে ব্যাটারিচালিত ইজিবাইকের দাপট ছিল একচেটিয়া।

রাস্তায় ইজিবাইক, ভ্যান ও রিকশা দৌলতপুর থানা রিকশা-ভ্যান চালক ওয়ার্কার্স ইউনিয়নের নেতা লোকমান হোসেন বলেন, ‘আমরা মহানগরীতে সব রিকশা নিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছি। চালকদের নিয়ে জনমত সৃষ্টির চেষ্টা করছি।’ সোমবার দৌলতপুরে ডাকা সমাবেশ পুলিশ বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রিকশাচালক সোলায়মান হোসেন বলেন, ‘একবেলা গাড়ি চালাতে না পারলে পরিবারের মুখে খাবার উঠবে না। তাই, নিজের রিকশার ব্যাটারি খুলে রাস্তায় নেমেছি। কোনও চালক আন্দোলন করছে কিনা সন্দেহ আছে। মূলত যাদের বেশি রিকশা ও চার্জিং পয়েন্ট আছে; তারাই আয় ঠিক রাখতে চালকদের ব্যবহার করে আন্দোলন করছে।’

উল্লেখ্য, গত রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দৌলতপুর মোল্যার মোড়ে রিকশা-ভ্যান চালক ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ ধর্মঘট শুরু হয়।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?