X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

বাগেরহাট প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৯, ০৯:৩৮আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০৯:৩৯

মো. আলমগীর হোসেন বাগেরহাটের ফকিরহাটে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার দায়ে বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ওরফে আলামিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অলিপ কুমার দাশের সভাপতিত্বে জরুরি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ, উপদেষ্টামণ্ডলীর সদস্য শিক্ষাবিদ দাশ শিশির কুমার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, সাধারণ সম্পাদক আনন্দ কুমার দাশসহ অনেকে।
সূত্রে জানা গেছে, বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ওরফে আলামিন নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বেতাগার গাবতলা এলাকার সাবেক মহিলা সদস্য দিপিকা রানী দাশের বাড়ির ভাড়াটিয়া ঘোল বিক্রেতার কাছ থেকে ২ হাজার টাকা চাঁদা নেন। এ বিষয়ে ভুক্তভোগী অভিযোগ করলে জরুরি সভায় তা প্রমাণিত হওয়ায় আলমগীরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান বুধবার রাতে বলেন, ‘দেড় বছর আগে আলমগীরকে সাধারণ সম্পাদক করে বেতাগা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। এরপর আলমগীর কখনও নিজেকে ডিবি পুলিশ, কখনও সাংবাদিক পরিচয় দিয়ে নানা ধরনের অপকর্ম করতে থাকে। সম্প্রতি বেতাগার গাবতলা এলাকার একটি পরিবারিক ঘটনাকে কেন্দ্র করে তিনি ওই পরিবারের কাছ থেকে ২ হাজার টাকা চাঁদা নেন। তাদের অভিযোগের পর বিষয়টির খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়া যায়। পরে সভার মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।’
তিনি আরও বলেন, ‘এরকম আরও অপকর্ম তার রয়েছে। আমরা তো আর আইনের লোক না যে বিচার করবো, তাকে আমাদের সংগঠন থেকে বহিষ্কার করেছি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা