X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনে বাধার অভিযোগ

যশোর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৯, ১৩:১৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৩:২৯





চাঁচড়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা যশোর শহরের চাঁচড়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে পুলিশি বাধার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সংস্কৃতিকর্মীসহ কয়েকটি পেশাজীবী সংগঠনের নেতারা। শহিদ বুদ্ধিজীবী দিবসে আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে স্মৃতিস্তম্ভে ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে। নেতাকর্মীদের অভিযোগ, সকাল ৯টার আগে যাওয়ায় তাদের ফুল দিতে দেওয়া হয়নি। তবে তারা পরে ফুল দিয়েছেন। 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর জেলার সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু বলেন, ‘সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা সকাল ৯টার আগেই বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পৌঁছান। কিন্তু, পুলিশ তাদের ফুল দিতে বাধা দেয়। এ সময় কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বধ্যভূমিতে আমরা দীর্ঘদিন ধরে শ্রদ্ধা নিবেদন করে আসছি। আজকের ঘটনা কাম্য নয়।’
ছাত্রলীগের যশোর মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সুব্রত দেবনাথ বলেন, ‘ক্লাস এবং ডিউটি থাকায় আমরা সকাল ৯টার আগেই বধ্যভূমিতে হাজির হই। কিন্তু, পুলিশ আমাদের বেদিতে উঠতে দেয়নি। আমাদের অনেকেই ফুল না দিয়েই ফিরে গেছেন।’
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএর) এর সাধারণ সম্পাদক ডা. আবুল বাসার জানান, ‘মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ আমরা ৫০-৬০ জন চিকিৎসক সাড়ে ৮টার দিকে স্মৃতিস্তম্ভে যায়। কিন্তু, সে সময় আমাদের শ্রদ্ধা নিবেদনের সুযোগ দেওয়া হয়নি।জাতীয় দিবসে প্রশাসনের এমন আচরণ কাম্য নয়।’
যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা বলেন, ‘বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের সভায় সকাল ৯টায় শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত হয়। কিন্তু, কোনও সংগঠন আগে পৌঁছালে তারা শ্রদ্ধা জানাতে পারবে না, এমন কোনও সিদ্ধান্ত হয়নি।’

এ ব্যাপারে জানতে চাইলে মুক্তিযোদ্ধা সংসদ যশোর সদরের সাবেক কমান্ডার মোহাম্মাদ আলী স্বপন বলেন, ‘জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি কমিটিতে সব সংগঠনের প্রতিনিধি ছিলেন। কিন্তু, সেখানে কেউই বলেননি ৯টার আগে তারা শ্রদ্ধা জানাবেন।’ তিনি আরও বলেন, ‘সাধারণত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পরই অন্য সংগঠন শ্রদ্ধা জানিয়ে থাকে। যদি কারও দ্বিমত থাকে, তবে আগামীতে এ বিষয়ে আলোচনা হতে পারে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমাকে জিজ্ঞেস না করে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলা ভালো। কেননা কে কখন শ্রদ্ধা জানাবে তা সমন্বয় পরিষদের সিদ্ধান্ত।’
এ ব্যাপারে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, ‘৯টার আগে কাউকে শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি বা কেউ ফিরে গেছেন—এমন বিষয় আমার জানা নেই। তবে, প্রস্তুতি সভায় সিদ্ধান্ত ছিল ৯টায় আমরা বধ্যভূমিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবো।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!