X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

চিকিৎসাসেবা দিতে মাঠে নামবে যশোরের সেনা মেডিক্যাল টিম

যশোর প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ১৫:০৩আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৬:৪৫


সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সেনা কর্মকর্তা






চিকিৎসাসেবা সাধারণ রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে যশোরের সেনা মেডিক্যাল টিম মাঠে নামবে বলে জানিয়েছেন ৮৮ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ কবীর। রবিবার (২৯ মার্চ) দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সভাশেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

করোনার প্রাদুর্ভাব রোধে করণীয় নিয়ে বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও সেনা কর্মকর্তারা। সভায় জনসমাগম কমানো, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতনতা বৃদ্ধিসহ চিকিৎসা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভা শেষে ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ কবীর সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, ‘মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। করোনা ছাড়াও নানা রোগে আক্রান্ত আছেন মানুষ। যারা চিকিৎসাসেবা পাচ্ছেন না তাদের চিকিৎসার জন্য সেনা মেডিক্যাল টিম শিগগিরই কাজ শুরু করবে।

বৈঠকে উপস্থিত যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল নেয়ামুল বলেন, ‘মসজিদ ও বাজারে জনসমাগম বেশি হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। ইমাম পরিষদের নেতা ও বাজার কমিটির নেতাদের সঙ্গে জেলা প্রশাসক বৈঠক করবেন। বিশেষ করে বাজার ও মুদি দোকান খোলার সময় নির্ধারণ করা যায় কিনা সেটি ভেবে দেখা হচ্ছে।’

ঘরে থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ বলেন, ‘প্রতিদিন কন্ট্রোল রুমে অভিযোগ আসছে। সে অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাঠানো হচ্ছে।’ সবাইকে ঘরে থাকতে তিনি বিশেষভাবে অনুরোধ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন শেখ আবু শাহীনসহ জেলা, পুলিশ প্রশাসন ও সেনা কর্মকর্তারা।

/আইএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা