X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় চিকিৎসকসহ আরও ১৭ জন করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ১২:০৮আপডেট : ০৬ জুলাই ২০২০, ১২:০৮

করোনাভাইরাস চুয়াডাঙ্গায় দিন দিন বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে এক চিকিৎসকসহ ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫৬ জনে। সোমবার (৬ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৬৪ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার ৭ জন, দামুড়হুদা উপজেলার ৬ জন এবং সদর উপজেলার ৪ জন রয়েছেন। আক্রান্তদের ১২ জন পুরুষ এবং ৫ জন নারী।

নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের একজন আনসার সদস্য, চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানাপাড়ায় 'আত্মবিশ্বাস' নামের এনজিও'র ২ জন সদস্যসহ ৩ জন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার একজন স্বাস্থ্য সহকারী (৩৬), দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের একজন (৪৮), দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডে কর্মরত একজন ও তার স্ত্রী, দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের দুই জন, আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের স্বামী-স্ত্রী, উপজেলার ডাউকি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিক্যাল অফিসার ও তার স্ত্রী, উদয়পুর গ্রামের অবসরপ্রাপ্ত একজন স্কুলশিক্ষক (৬০), উপজেলার আসাননগর গ্রামের এক যুবক (২৩) এবং শেখপাড়ার এক যুবক (২৩) রয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালিফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৭ জন এবং মারা গেছেন ৩ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে তিন জনকে। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন। বাকি আক্রান্তদের মধ্যে সদর হাসপাতাল আইসোলেশনে ১৯ জন এবং হোম আইসোলেশনে থেকে ৮৫ জন চিকিৎসা নিচ্ছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?