করোনার কারণে ঈদুল আজহায়ও ঈদগাহসহ উন্মুক্ত মাঠে ঈদের জামাত হবে না। খুলনায় ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত হবে শনিবার (১ আগস্ট) সকাল ৮টায় টাউন হল জামে মসজিদে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। এছাড়া কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদুল আজহার দু’টি জামায়াত হবে। সকাল ৮টায় প্রথম ও ৯টায় দ্বিতীয় জামাত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল ৭টায় এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়। ময়লাপোতা মোড়ের বায়তুল আমান জামে মসজিদে দুটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত ৮টা ৪৫ মিনিটে। নগরীর ইকবাল নগর জামে মসজিদে ঈদের একমাত্র জামাত হবে সকাল সাড়ে ৭টায়। রূপসা স্ট্যান্ড রোডে বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্স ও রূপসা ফেরিঘাটে হযরত আবুবকর সিদ্দিকী (রা.) জামে মসজিদে সকাল সাডে ৭টায় জামাত হবে। হাজী মেহের আলী সড়কের মসজিদ-এ-মিনাতে জামাত হবে সকাল ৮টায়। রেলিগেট বায়তুল ইলাহ্ জামে মসজিদ, মহেশ্বরপাশা কেন্দ্রীয় জামে মসজিদ, কুলি বাগান ইস্পাহানি কলোনি জামে মসজিদ, দৌলতপুর বেবিটেক্সি স্ট্যান্ড জামে মসজিদ, ইসলাম বাগ জামে মসজিদ সকাল ৮টায় জামাত হবে। আর মহেশ্বরপাশা সাহেব পাড়া বায়তুন নূর জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া গিলাতলা গাজীপাড়া বায়তুন নাজাত জামে মসজিদে সকাল ৮টায়, গিলাতলা বায়তুল হামদ্ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, মোল্লাপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, শেখপাড়া বায়তুল আমান জামে মসজিদে সাড়ে ৭টায়, গিলাতলা বাজার (ফাঁড়ি) মসজিদে সকাল ৭টায়, শিরোমনি পূর্বপাড়া বায়তুল আক্সা জামে মসজিদে সকাল ৮টায়, শিরোমণি বায়তুল মা’মুর (বাজার) জামে মসজিদে সকাল ৭টায়, ৮টায় ও ৯টায়, ফুলবাড়ীগেট বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, ফুলবাড়ীগেট বায়তুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
ঈদের দিন সকালে সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ভবনে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের আগে নামানো হবে। জাতীয় পতাকা ও ঈদ মোবারক বাংলা ও আরবি খচিত ব্যানার দ্বারা শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ, সড়কদ্বীপ ও সার্কিট হাউজ সজ্জিত করা হবে। হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণকেন্দ্র ও দুস্থ কল্যাণকেন্দ্রে ঈদ উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করা হবে।