X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১
উপকূলে কোস্ট গার্ডের অভিযান

৪ মাসে ১ কোটি ১৩ লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ

খুলনা প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ১৯:১১আপডেট : ০১ মার্চ ২০২১, ১৯:১১

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন গত চার মাস উপকূলীয় এলাকার নদ-নদীতে অভিযান পরিচালনা করে জাটকা ধরা এক কোটি ১৩ লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এ সময়ে ১০টি ইঞ্জিনচালিত কাঠের বোট ও অবৈধভাবে আহরণ করা চার হাজার ১০০ কেজি জাটকা এবং অবৈধভাবে মাছ ধরার অপরাধে ২০ জন জেলেকে আটক করা হয়। কোস্ট গার্ড পশ্চিমজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম মাজহারুল হক এ সব তথ্য নিশ্চিত করেছেন।

এম মাজহারুল হক জানান, গত ১০ নভেম্বর থেকে উপকূলীয় এলাকায় জাটকা নিধন প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান চলছে। এ পর্যন্ত অভিযানে জব্দ করা জাল স্থানীয় ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও জরিমানা করা হয়।

 কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক গত ১০ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ইলিশ অভয়াশ্রম এলাকায় জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এ সময় ২৫ সে.মি. আকারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কার্যকরভাবে ‘জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০২১’ পরিচালনার জন্য প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে। আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড সকল নদ-নদী, মাছ ঘাট, মৎস্য আড়ৎ, হাট-বাজার, চেইনশপ ও অন্যান্য বিক্রয় কেন্দ্রে ব্যাপক অভিযান পরিচালনা করে। এ সময় কোস্ট গার্ডের দায়িত্বাধীন এলাকায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হয়। এছাড়াও ‘জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০২১’ সফল করার উদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে একক ও যৌথভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বেইস, ছোট-বড় জাহাজ এবং স্থায়ী ও অস্থায়ী কন্টিনজেন্টের সদস্যরা কোস্ট গার্ড বোট ও ভাড়া করা বোটের মাধ্যমে বিভিন্ন নদীতে সব সময় টহলে নিয়োজিত থাকে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন ও মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি