X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে গত ২০ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ১৭:০৪আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৭:০৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গত ২০ দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ছয় জন মাস্টার্সের শিক্ষার্থী। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। হঠাৎ করে কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে।

এদিকে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। কিন্তু কোন কিছুতেই রোধ করা যাচ্ছে না। তবে দক্ষ চালক, সড়ক প্রশস্থকরণ, অতিরিক্ত যানবাহনের চাপ ও ফিটনেসবিহীন গাড়িকেই দায়ী করছে সচেতন মহল।

জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় তেল পাম্পের সামনে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে ৯ জন প্রাণ হারান। এরপর বিভিন্ন হাসপাতারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিন জন। নিহত ১২ জনের মধ্যে ছিল ৬ জন মাস্টার্সের শিক্ষার্থী। তারা সেদিন যশোরে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিলেন। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।

এরপর গত ১২ ফেব্রুয়ারি ভোরে কালীগঞ্জ শহরের হক চিড়া মিল এলাকায় হেলপার দিয়ে ট্রাক চালানোর সময় চায়ের দোকান গুড়িয়ে দেয় দ্রুতগামী ট্রাকটি। এ সময় সকালে হাঁটতে বের হওয়া চায়ের দোকানে বসা চার পথচারী গুরুতর আহত হন। এরপর গত ২১ ফেব্রুয়ারি উপজেলার পিরোজপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক আহত হন। ট্রাকের চাকা পাংচার হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা এলাকার একটি তেল পাম্পের সামনে বাস ওভারটেক করতে গিয়ে তিন মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।

সর্বশেষ ১ মার্চ উপজেলার নরেন্দ্রপুর এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান লাটা হাম্বার (আঞ্চলিক যান) চালানো শিখতে গিয়ে জিলহাস হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার কোথাও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধারের চেষ্টা করেন কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের কর্মীরা।

শেখ মামুনুর রশিদ বলেন, অদক্ষ চালক, নিয়ন্ত্রণহীন গতি ও ফিটনেস বিহীন যানবাহনের কারণে এ দুর্ঘটনাগুলো ঘটে। একইসঙ্গে সড়ক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান তিনি।

কালীগঞ্জ বারোবাজার হাইওয়ে থানার ওসি মো. মেজবাহ উদ্দিন বলেন, পুলিশের পক্ষ থেকে নিয়মিত স্পিড গান নিয়ে দ্রুতগতির গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি