X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বাঁচতে চায় শিশুটি!

যশোর প্রতিনিধি
২৫ মার্চ ২০২১, ১৭:১৩আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৭:১৬

খেলাধুলা, ছোটাছুটি আর হইহুল্লোড়ে চারদিক মাতিয়ে রাখতো শিশুটি। মা-বাবা, ভাইসহ প্রতিবেশীদের সঙ্গে তার সখ্য একটু বেশিই। যশোর জেলার চৌগাছা উপজেলার আবু ত্বকি নামের এই শিশুটি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ব্লাড ক্যানসারে আক্রান্ত উপজেলার সিংহঝুলি গ্রামের শিশুটির চোখে-মুখে বাঁচার আকুতি।     

পরিবার জানায়, ত্বকির বাবা আবু সালেহ স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসায় চাকরি করেন। মাত্র সাড়ে চার হাজার টাকা বেতন পান। স্ত্রী ও দুই ছেলে নিয়ে কোনও রকম সংসার চালান। দুই ছেলে বড় হবে, এক সময় সংসারের হাল ধরবে—এমন স্বপ্ন নিয়ে তিনি তাদের লেখাপড়া শেখাচ্ছিলেন। কিন্তু ত্বকির বয়স যখন ৩ বছর, তখন জ্বর হয়। অনেক চিকিৎসা দেওয়া হলেও জ্বর ভালো হয় না।

পরে তাকে যশোর মেডিক্যাল কলেজ  হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্লাড ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা ভালো হলে তাকে গ্রামের বাড়ি আনা হয়। পরে আবারও সমস্যা দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক মোমেনা খানমের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয় তাকে। চিকিৎসক পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে জানান, দেশে তার চিকিৎসা নেই।

শিশু ত্বকি বলে, ‘আমি বাঁচতে চাই। বন্ধুদের সাথে খেলতে চাই।’ শিশুটি যখন কথা বলছিল, তখন তার বাবা-মাসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

শিশুটির বাবা আবু সালেহ বলেন, ‘আমরা ভাবছি, ত্বকিকে ভারতে নিয়ে চিকিৎসা করাবো, কিন্তু এতদিন দেশের মধ্যে চিকিৎসা করাতে গিয়েই ধার-দেনাসহ সম্ভাব্য সব টাকার উৎস শেষ হয়ে গেছে। বাইরে চিকিৎসা করাতে গেলে প্রায় ৩৫ লাখ টাকা প্রয়োজন। এখন কীভাবে কী করবো! কিন্তু আমার ছেলেটা বাঁচতে চায়। পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। ছেলেকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি।’  

ত্বকির বাবার বিকাশ পারসনাল নাম্বার: ০১৩২৩৩৪২২২৪। এই নম্বরে শিশুটির জন্য মানবিক সাহায্য পাঠানো যাবে। অথবা সঞ্চয়ী হিসাব নম্বর ১৮৪৬২, চৌগাছা শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ। এই নম্বরেও টাকা পাঠানো যাবে।       

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা