X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, আ. লীগ সেক্রেটারি বহিষ্কার

যশোর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ২২:৫৩আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০১:১৩

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর স্ট্যাটাস’ দেওয়ায় তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে বলে বৃহস্পতিবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, এটি বিধিসম্মত নয়। তাছাড়া আমাদের জেলা কমিটিরও এখতিয়ার নেই কোনও সদস্যকে বহিষ্কার করার। 

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গতকাল বুধবার রাত দুইটা দশ মিনিটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা তার ফেসবুক ওয়ালে ‘অভিশপ্ত এক মঞ্জিলে শেখ পরিবারের এক সদস্যের রাতযাপন- কি এমন কারণ’ লিখে স্ট্যাটাস দেন। যা তাৎক্ষণিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের দৃষ্টিগোচর হয় এবং তিনি মোবাইলফোনের মাধ্যমে আমার দৃষ্টি আকর্ষণ করেন। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জড়িয়ে কুরুচিপূর্ণ, চাঞ্চল্যকর ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদান করা দলের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার হীন চক্রান্ত বলে বিবেচিত। এ কারণে তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন উপজেলা সাধারণ সম্পাদককে সাময়িক সাময়িক বহিস্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে কি-না জানতে চাইলে সভাপতি বলেন, পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা কমিটিকে কিছু জানানো হয়নি; তবে জেলা সাধারণ সম্পাদক বিষয়টি জানেন। পরবর্তীকালে সভা করে সিদ্ধান্তটি যথাযথ প্রক্রিয়ায় জেলা ও কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে।

বহিষ্কারাদেশ জানতে চাইলে গাজী গোলাম মোস্তফা বলেন, আমি দীর্ঘ ৪০ বছর দলের সঙ্গে রয়েছি। ৮০ দশকে ছাত্রলীগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। কী করে যে কী হলো বুঝতেই পারছি না। 

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। উপজেলা কমিটির সভাপতি যা করেছেন, তা বিধিসম্মত নয়। আমি তাকে বলেছি- নিয়মমাফিক এটি করার দরকার ছিল।

তিনি বলেন, কোনও সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত উপজেলা আওয়ামী লীগ কেন জেলা কমিটিও করতে পারে না। তিনি বিষয়টি দলের জেলা কমিটিকে অবহিত করতে পারতেন। জেলা কমিটি তা বিবেচনার জন্যে কেন্দ্রীয় কমিটিকে জানাতো। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?