X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় আরও ৭ দিন লকডাউন

সাতক্ষীরা প্রতিনিধি
১০ জুন ২০২১, ২০:৪৭আপডেট : ১০ জুন ২০২১, ২০:৪৭

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় দ্বিতীয় দফায় আরও এক সপ্তাহ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ১৮ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক জানান, সংক্রমণের হার না কমায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় ১২ থেকে ১৮ জুন পর্যন্ত সাতদিন বাড়ানো হয়েছে লকডাউন।

তিনি বলেন, লকডাউনের সাতদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার জন্য সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। তবে ফার্মেসি, হাসপাতাল, ক্লিনিক অ্যাম্বুলেন্স এবং বিদ্যুৎসংশ্লিষ্ট প্রতিষ্ঠান লকডাউনের আওতামুক্ত থাকবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, লকডাউনে মুদি দোকান ও কাঁচা বাজার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে। প্রথম দফার লকডাউনে এই সময় ছিলো সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। প্রথম দফার সাতদিনের লকডাউন শেষ হবে শুক্রবার। শনিবার থেকে দ্বিতীয় দফার লকডাউন শুরু হবে।

করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ, সাতক্ষীরা-১ আসনের এমপি মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন হুসাইন সাফায়াত, পৌর মেয়র তাসকিন আহমেদ ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান।

সভায় জেলার সীমান্ত ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠপর্যায়ে আরও কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়।

দ্বিতীয় দফার লকডাউনে মানুষকে বিধিনিষেধ মানাতে পুলিশ আরও কঠোর হবে বলে জানালেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

/এএম/
সম্পর্কিত
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বশেষ খবর
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে