X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

খুলনায় হাসপাতালের এক শয্যার বিপরীতে ৬ করোনা রোগী

খুলনা প্রতিনিধি
১৯ জুন ২০২১, ০০:৫৯আপডেট : ১৯ জুন ২০২১, ০১:০১
image

খুলনা বিভাগে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৩ জন। এ নিয়ে বিভাগের ১০ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৪৪ জনে। এর মধ্যে ৩৩ হাজার ৯৩৪ জন সুস্থ হয়েছেন। ৭৭৫ জন জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত থেকে সুস্থ ও মৃতদের বাদ দিলে বর্তমানে বিভাগে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৯৩৪ জন।

তবে উৎকণ্ঠার বিষয় হলো, বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য শয্যা রয়েছে মাত্র এক হাজার ৪৩৭টি। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ৯৩৭টি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে ৫০০টি শয্যা। হিসাব করে দেখা যায়, বর্তমানে একটি শয্যার বিপরীতে বিভাগে রোগী রয়েছে ৬.২১ জন। অর্থাৎ শয্যার তুলনায় রোগীর সংখ্যা ৬ গুণ বেশি। যদিও এসব রোগীর বেশিরভাগই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবু হাসপাতালের ওপর চাপ ক্রমেই বাড়ছে। কারণ বিভাগে প্রতিদিনই আক্রান্তের নতুন রেকর্ড হচ্ছে।

শুক্রবার (১৮ জুন) সকালে স্বাস্থ্য বিভাগের দেওয়া রিপোর্ট বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। জানা গেছে, বিভাগের খুলনা ও কুষ্টিয়ার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি রোগীর চাপ রয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দফতর সূত্রে জানা গেছে, বর্তমান সক্রিয় রোগীর মধ্যে খুলনায় ২৩৫২, বাগেরহাটে ৭৫০, সাতক্ষীরায় ৮৬৮, যশোরে ২৪০২, নড়াইলে ৩৩৩, মাগুরায় ১৩১, ঝিনাইদহে ৩৬৩, কুষ্টিয়ায় ৯৬৫, চুয়াডাঙ্গায় ৪৫০ ও মেহেরপুরে ৩২১ রয়েছেন। এর মধ্যে জেলা সদরের হাসপাতালগুলোর ৯৩৭টি শয্যার ৪৭৫ টিতে রোগী ভর্তি রয়েছেন। বাকি ৪৬২টি শয্যা খালি পড়ে আছে। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ৫০০ শয্যায় রোগীর তেমন চাপ নেই।

জেলা সদরের হাসপাতালগুলোর মধ্যে খুলনার ১৩০ শয্যায় ১৬৮, বাগেরহাটের ২০ শয্যায় ২০, চুয়াডাঙ্গার ১৫০ শয্যায় ৪০, যশোরের ১১১ শয্যায় ৫১, ঝিনাইদহের ৫০ শয্যায় ২১, কুষ্টিয়ার ৭০ শয্যায় ১০২, মাগুরার ৫০ শয্যায় ৭, মেহেরপুরের ৫২ শয্যায় ২৪, নড়াইলের ১২০ শয্যায় ২১, সাতক্ষীরার ১৮৪ শয্যায় ২১ জন রোগী ভর্তি আছেন।

এছাড়া বিভাগের ১০ জেলার ৫০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য ১০টি করে ৫০০টি শয্যা রয়েছে। কিন্তু সেখানে রোগীর চাপ নেই তেমন। রোগীর বেশি চাপ রয়েছে খুলনায়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা বলেন, খুলনার করোনা হাসপাতাল এখন ১৩০ শয্যায় উন্নীত করা হয়েছে। রোগীদের সেবায় এ জেলায় মোট ২০০ শয্যার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মানুষকে প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

/এফআর/ /এএম/
সম্পর্কিত
করোনার টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রাজেনেকা
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার