X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পা পিছলে নদীতে পড়া সেই নাবিক এখনও উদ্ধার হয়নি

মোংলা প্রতিনিধি
২২ জুন ২০২১, ২০:২৬আপডেট : ২২ জুন ২০২১, ২০:২৬

মোংলা বন্দরে জাহাজ ছাড়ার সময় পা পিছলে পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়া কার্গো জাহাজের নাবিক জাবের আলীকে এখনও উদ্ধার করা যায়নি।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে গেলেও মঙ্গলবার (২২ জুন) দুপুর পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি। সোমবার (২১ জুনে) সকালে নদীতে পড়ে নিখোঁজ হন এ নাবিক। প্রায় ৩০ ঘণ্টার বেশি সময় পার হলেও এখনও তার খোঁজ মেলেনি।

কার্গো জাহাজ এম ভি মোকসেদ (ফেনী) মাস্টার মো. আব্দুর রশিদ বলেন, গতকাল সোমবার সকালে পশুর নদীর বয়া থেকে জাহাজটি ছাড়ার সময় পা পিছলে নাবিক (লস্কর) জাবের আলী নিখোঁজ হন। এরপর থেকে তার সন্ধানে স্থানীয় ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌপুলিশ চেষ্টা চালায়। তবে এখনও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। জাবেরের বাড়ি নড়াইল জেলার চুনখোলা গ্রামে।

অভিযোগ জানিয়ে তিনি বলেন, আজ সকালে নৌপুলিশের কয়েকজন সদস্য এসে সুকানি (ইঞ্জিন চালক) মো. রবিনের কাছ থেকে এক হাজার টাকা নিয়েছেন।

নিখোঁজ জাবের আলীকে উদ্ধার বাবদ কি-না, জানতে চাইলে আব্দুর রশিদ বলেন, না না ওই আমাদের ছবি-টবি ফেসবুকে দিয়েছেন বলে নিয়েছেন। যাক এসব নিয়ে আবার কিছু বইলেন না।

তবে ওই নৌপুলিশের নাম বলতে পারেননি তিনি। তাদের পোশাকে নৌপুলিশ লেখা আছে বলে জানান তিনি।

এ বিষয়ে নৌপুলিশের খুলনা রেঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. শরিফুর রহমান বলেন, কে টাকা নিয়েছে নাম না বলতে পারলে তো মুশকিল! এরপরও আমি বিষয়টি শক্তভাবে দেখছি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড