X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

খুলনা মেডিক্যালে ৬ মৃত্যু, ৫ জনই পজিটিভ

খুলনা প্রতিনিধি
২৫ জুন ২০২১, ১০:১৮আপডেট : ২৫ জুন ২০২১, ১৩:৩৮

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ইউনিটে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জনই করোনা পজিটিভ ও একজনের উপসর্গে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুন) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত এখান ১৫৪ জন ভর্তি হন। এর মধ্যে রেড জোনে ৯৬ জন, ইয়োলো জোনে ২৩ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ১৬ জন রয়েছেন।

হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হন ৩৯ জন ও ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

এদিকে খুলনার সরকারি-বেসরকারি তিনটি হাসপাতালে ২৫ জুন সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গতরাতে খুলনা মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে আরও ১৯৯ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে খুলনা জেলারই ১৭৬ জন।

খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। মোট ভর্তি আছেন ৬৯ জন, মারা গেছে একজন।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ডা. গাজী মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত হাসপাতালে ৯৪ রোগী ভর্তি হন। এরমধ্যে দুই রোগীর মৃত্যু হয়। এরা হলেন পিরোজপুর সদরের রহিমা বেগম (৮০) ও খুলনা মহানগরীর সোনাডাঙ্গার শাহানা জামান (৫৭)। গত ২৪ ঘণ্টায় ৩৫ নমুনা পরীক্ষায় ২২ জনের রেজাল্ট পজিটিভ আসে।

খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় ১৯৯ জনের করোনা পজিটিভ এসেছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫১.৫৫ শতাংশ। এর আগে বুধবার খুমেক ল্যাবে শনাক্তের হার ছিল ৩৪ শতাংশ, মঙ্গলবার ছিল ৪০ শতাংশ, আর সোমবার ছিল ৩১ শতাংশ।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে বৃহস্পতিবার মোট ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ১৪ জন, যশোরে ছয় জন, সাতক্ষীরায় দুই জন, ও গোপালগঞ্জ জেলার একজন রয়েছেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা