X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৫ নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১৫:৪১আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৫:৪১

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় পাঁচ নারীসহ ছয় জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ২৯ জুলাই পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৩৩ জন। পাশাপাশি করোনায় মারা গেছেন ৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী রিনা বেগম (৩০), কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের মৃত আরমানের স্ত্রী রাবেয়া খাতুন (৭৫), একই উপজেলার নলতা গ্রামের আনছার গাজীর স্ত্রী মর্জিনা খাতুন (৫০), সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার নজিবুল্লাহর স্ত্রী রত্না অধিকারী (২৮), সদর উপজেলার কাথন্ডা গ্রামের কবির হোসেনের স্ত্রী মাসকুরা (৪৫) ও শ্যামনগরের ধুমঘাট গ্রামের মোহাম্মাদ গাজীর ছেলে মোস্তাফিজুর রহমান (৫০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১১ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

এদিকে সাতক্ষীরায় গতকালের চেয়ে করোনা সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৯৯টি নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ১৫ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৮৯ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজার ৫৪৫ জন। জেলায় সুস্থ হয়েছেন চার হাজার ২৭৫ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ১৮৬ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩২ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২৯ জন ও বেসরকারি হাসপাতালে তিন জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৫৪ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪৩  জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৪০ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি তিন জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮৪ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৩৩ জন।

/এএম/
সম্পর্কিত
সুনাম ধরে রাখতে সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‘গরমে অসুস্থ’ হয়ে আরেক শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে