X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মাছ রফতানিতে খুলনা অঞ্চলে আয় ২৪১৫ কোটি টাকা

খুলনা প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ১৬:০৪আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৬:০৪

খুলনা জেলায় ২০২০-২১ অর্থবছরে এক লাখ ১২ হাজার পাঁচশ’ ৪৯ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। যা জেলার চাহিদার তুলনায় ৩২ হাজার নয়শ’ ৭০ মেট্রিক টন বেশি। ২০২০-২১ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে ৩৩ হাজার সাতশ’ ২৭ মেট্রিক টন মাছ বিদেশে রফতানি হয়। এ থেকে দুই হাজার চারশ’ ১৫ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।

খুলনা জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন বিষয়ক খুলনা জেলা কমিটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল মৎস্য সপ্তাহ উদযাপন বিষয়ক তথ্য উপস্থাপন করেন। সভায় আরও জানানো হয়, দেশের জিডিপিতে মৎস্য খাতের আবদান ৩ দশমিক ৫২ শতাংশ এবং রফতানি আয়ে এই খাতের অবদান এক দশমিক ৩৯ শতাংশ। 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এম হুমায়ুন কবির, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মৎস্য সপ্তাহ পালনে খুলনায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ আগস্ট সকাল ৯টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ। এতে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ ছাড়া সকাল ১০টায় রায়ের মহলে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক পরামর্শ-সেবা প্রদান, পুকুরের মাটি ও  পানি পরীক্ষা এবং সকাল ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ আগস্ট সকালে খুলনা বিশ্ববিদ্যালয় লেকে মাছের পোনা অবমুক্তকরণ, সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোকে যুক্ত করে অনলাইনে মতবিনিময় সভা এবং দুপুর ১২টায় সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। ৩১ আগস্ট সকাল ১০টায় গল্লামারী মৎস্যবীজ উৎপাদন খামার সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ‘খুলনা জেলার মৎস্যসম্পদের বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ১ সেপ্টেম্বর সকাল ১০টায় খুলনা বিএফএইএ’র সম্মেলন কক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর সকাল ১০টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে মৎস্য চাষিদের মাঝে চাষের উপকরণ বিতরণ ও ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে।

/এমএএ/
সম্পর্কিত
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
হাওর অঞ্চল হবে অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মৎস্য মন্ত্রী
ভেনামি চিংড়ি লাভজনক হলেও বাড়েনি চাষ
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!