X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

১১ বছর পর লক্ষ্মীপুরে বিএনপির নতুন কমিটি

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১১:৩৩আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১১:৩৩

২০১০ সালে কমিটি গঠনের ১১ বছর পর লক্ষ্মীপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আহবায়ক করা হয়েছে। এছাড়া কমিটিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাছিবুর রহমাব হাছিব যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শাহাবুদ্দিন সাবু সদস্য সচিব হিসেবে রয়েছেন। 

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন। বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হারুনুর রশিদ ব্যাপারী বলেন, ২০১০ সালের অক্টোবরে জেলা বিএনপির সম্মেলনে সাবেক এমপি আবুল খায়ের ভুইয়াকে সভাপতি ও সাহাবুদ্দিন সাবুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। ২০১১ সালে কমিটি পূর্ণাঙ্গ হয়। ২০১৯ সালের এপ্রিল মাসে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কুদ্দুস স্বাক্ষরিত প্রেস রিলিজে জেলা বিএনপির কমিটির বিলুপ্ত করে এক মাসের মধ্যে কমিটি গঠন করার কথা জানানো হয়। তবে এর জন্য আরও প্রায় ২৬ মাসের বেশি সময় অপেক্ষা করেন নেতাকর্মীরা। অবশেষে ১৫ অক্টোবর রাতে জেলা বিএনপির ৩১ সদস্য আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

লক্ষীপুর জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন আবুল খায়ের ভূঁইয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজাম, নাজিম উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম সিরাজ, মনিরুল ইসলাম হাওলাদার, অ্যাড. হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, এ বি এম জিলানি. অ্যাড. হারুনুর রশীদ বেপারী, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, নাজমুল ইসলাম মিঠু, সাহেদ আলী পটু, মাহাবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন বাচ্চু, জাকির হোসেন মোল্লা, ভিপি আব্দুর রহিম, গোলাম কাদের, ডা. জামাল উদ্দিন, নুরুল হুদা চৌধুরী, আব্দুজ জাহের মিজি, আল আমিন, মিয়া আলমগীর, আব্দুল করিম ভূঁইয়া মিজান, কামরুজ্জামান সোহেল, শেখ মাহবুবুর রহমান বাহার, তোফায়েল আহমেদ, সাবেরা আনোয়ার, হোসনে আরা বাশার, ফারজানা মজুমদার জনি প্রমুখ। 

কমিটির বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে কাজ করবে নতুন কমিটি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড