X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
খুবিতে ইউজিসির কর্মশালা

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্ব দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে

খুলনা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ২০:১৫আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২০:২৫

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে বৈশ্বিক মানদণ্ডে গড়ে তুলে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। এই কাজে মূল ভূমিকা রাখতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। বিভিন্ন গবেষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের শিল্প বিপ্লবকে এগিয়ে নিতে হবে।

শনিবার (৩০ অক্টোবর) খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আয়োজিত ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সার্বিক সহযোগিতা প্রদান করেছে খুলনা বিশ্ববিদ্যালয়।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগাতে হবে এবং তরুণ প্রজন্মকে গবেষণায় আকৃষ্ট করতে হবে। উন্নয়ন ও অগ্রগতির পথে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগাতে হবে। মানুষের জীবনকে সুন্দর ও সহজ করতে নতুন নতুন উদ্ভাবন ও গবেষণা করতে হবে।

কর্মশালায় সার্বিক সহযোগিতা প্রদান করেছে খুলনা বিশ্ববিদ্যালয়

তারা আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক প্রযুক্তির বিপ্লব। শ্রমঘন শিল্পের পরিবর্তে প্রযুক্তি নির্ভর শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং আগামীর সভ্যতা এগিয়ে যাবে। চতুর্থ শিল্প বিপ্লবে চলমান অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা কৃষি, গার্মেন্টস, চামড়া, ফার্নিচার ও পর্যটন খাতে ব্যাপক বেকারত্বের সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব, শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. মাহবুবুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান প্রমুখ।

এ ছাড়া ইউজিসি’র জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্তি দায়িত্ব) ও ইনোভেশন অফিসার মাকছুদুর রহমান ভূঁইয়া, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মৌলি আজাদ প্রমুখ অংশগ্রহণ করেন।

/এসএইচ/
সম্পর্কিত
এপিএ’র কর্মপরিকল্পনায় মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ
হিটের প্রকল্প পরিচালক হলেন অধ্যাপক আসাদুজ্জামান
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ জনের বিরুদ্ধে দুদকের আরও এক মামলা
সর্বশেষ খবর
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস