X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্বাভাবিক জীবনে ফেরা সুন্দরবনের দস্যুরা পাচ্ছেন ঘর-নৌকা-জাল

খুলনা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২১, ১৪:৪৮আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৪:৫০

সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার তিন বছর হবে ১ নভেম্বর। ২০১৮ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। সোমবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে স্বাভাবিক জীবনে ফেরা সাবেক দস্যুদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের বসতঘর, দোকান, নৌকা, জাল, ট্রলার ও গবাদিপশু প্রদান করা হবে। বাগেরহাটে রামপাল উপজেলা পরিষদ চত্বরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণকৃত বনদস্যুদের হাতে এসব উপকরণ তুলে দেবেন। 

এ ছাড়া অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ, র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন উপস্থিত থাকবেন।

সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় দস্যুদের আধিপত্যের কারণে বনজীবীরা নির্ভয়ে ও নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারতেন না। দস্যুদের হাতে অপহরণের শিকার হয়ে সর্বস্ব খুইয়ে নিঃস্ব হতে হয়েছে সাধারণ বনজীবীদের। বিষয়টি সরকারের নজরে এলে র‍্যাব অভিযান চালায়। র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বিভিন্ন দস্যুবাহিনীর সদস্যরা কোণঠাসা হতে শুরু করে। এক পর্যায়ে সরকারের ঘোষণা অনুযায়ী সাংবাদিকদের মধ্যস্ততায় বনদস্যুরা র‍্যাব-৮ ও র‍্যাব-৬ এর মাধ্যমে সরকারের কাছে আত্মসমর্পণ শুরু করেন। 

২০১৮ সালের ১ নভেম্বর বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সর্বশেষ ছয়টি বনদস্যু বাহিনীর প্রধানসহ ৫৪ জন সদস্য আত্মসমর্পণ করেন। এ সময় তারা ৫৮টি আগ্নেয়াস্ত্র ও তিন হাজার ৩৫১ রাউন্ড গুলি জমা দেন। 

প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে আত্মসমর্পণকৃত দস্যুরা অস্ত্র ও গুলি তুলে দেন। এরপর থেকে এই প্রক্রিয়ায় আসা ৩২টি বাহিনীর ৩২৮ জন সদস্যকে প্রধানমন্ত্রী প্রদত্ত জনপ্রতি এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার বিভাগীয় কমিশনার, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার জেলা প্রশাসকসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যারা সরকারের ডাকে সাড়া দিয়ে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে, তাদের প্রতি খেয়াল রাখবেন। তারা যাতে পরিবার-পরিজন নিয়ে নিজ এলাকায় সুন্দরভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করবেন। এ ছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবেও সহযোগিতা করার জন্য পরামর্শ দেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা সূত্র জানায়, ২০১৬ থেকে ২০১৮ সালের ১ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের ৩২টি দস্যু বাহিনীর মোট ৩২৮ জন সদস্য আত্মসমর্পণ করেছে। স্বাভাবিক জীবনে ফেরা এসব বনদস্যু ৪৬২টি আগ্নেয়াস্ত্র ও ২২ হাজার ৫০৪টি গুলি র‍্যাবের মাধ্যমে সরকারের কাছে হস্তান্তর করেছে।

স্বাভাবিক জীবনে ফেরা ৩২৮ জন দস্যুকে বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হবে। এর মধ্যে প্রয়োজনের ভিত্তিতে ১০২টি বসতঘর, ৯০টি দোকান, প্রয়োজনীয় জালসহ ১২টি নৌকা, আটটি ট্রলার ও ৮৮ গবাদিপশু রয়েছে।

র‍্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ মোস্তাক আহমদ জানান, আত্মসমর্পণের পর থেকে স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের র‍্যাবের পক্ষ থেকে খোঁজ-খবর রাখা হয়েছে। তাদের নানাভাবে সহযোগিতাও করা হয়েছে। আত্মসমর্পণকারী সাবেক বনদস্যুদের পুনর্বাসনের লক্ষ্যে ঘর, জাল, নৌকা, ট্রলার ও গবাদিপশু বিতরণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বঙ্গবন্ধুর আহ্বানেই আমরা প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়