X
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৩ মাঘ ১৪২৮
সেকশনস

শোকসভায় কাঁদলেন শিক্ষক সেলিমের স্ত্রী, চাইলেন নিরাপত্তা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২৩:০৭

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় একটি শোকসভা করেছে শিক্ষক সমিতি। রবিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় কুয়েট কর্মকর্তা ক্লাবে অনুষ্ঠিত সভায় অধ্যাপক সেলিমের স্ত্রী সাবিনা খাতুন রিক্তা ভার্চুয়ালি যুক্ত হন। সেখানে কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

সাবিনা খাতুন রিক্তা দাবি করেন, ‘বিভিন্ন নম্বর থেকে ফোন করে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। নিজের বেঁচে থাকা ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলা হচ্ছে। কথা বলার জন্য খুলনার বাসায় যেতে বলা হচ্ছে। এরা ফোনে কখনও নাম বলে না। একবার বলে পুলিশের লোক। একবার কুয়েট থেকে বলছি। একেক সময় একেক পরিচয় দেয়, আর হুমকির স্বরে কথা বলে। এসব কারণেই আমি চাচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ ও অপরাধী শনাক্ত করাসহ শাস্তির আওতায় আনতে সক্রিয় ভূমিকা নিক।’

শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা দেন- সৌমিত্র কুমার সরকার, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আশরাফুল গনি ভুঁইয়া, অধ্যাপক ড. পল্লব কুমার চৌধুরী, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল প্রমুখ।

গত ৩০ নভেম্বর দুপুরে অধ্যাপক সেলিমের মৃত্যু হয়। শিক্ষার্থীদের মানসিক নির্যাতনে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন ভাইস চ্যান্সেলর বরাবর দাখিল করতে বলা হয়। 

একই ঘটনায় ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ৯ জনের সাত জনই শাখা ছাত্রলীগের নেতা।

/এফআর/
সম্পর্কিত
আহরণ নিষিদ্ধ পাইস্যার ১০ লাখ পোনাসহ আটক ৯
আহরণ নিষিদ্ধ পাইস্যার ১০ লাখ পোনাসহ আটক ৯
উপসর্গ নিয়ে যশোরে একজনের মৃত্যু, শনাক্ত ১১৬ 
উপসর্গ নিয়ে যশোরে একজনের মৃত্যু, শনাক্ত ১১৬ 
রাতে বের হওয়ার পর সকালে মিললো মস্তকবিহীন লাশ
রাতে বের হওয়ার পর সকালে মিললো মস্তকবিহীন লাশ
বিশ্বসেরা ভবনের পুরস্কার পেলো সাতক্ষীরার হাসপাতাল
বিশ্বসেরা ভবনের পুরস্কার পেলো সাতক্ষীরার হাসপাতাল
সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
আহরণ নিষিদ্ধ পাইস্যার ১০ লাখ পোনাসহ আটক ৯
আহরণ নিষিদ্ধ পাইস্যার ১০ লাখ পোনাসহ আটক ৯
উপসর্গ নিয়ে যশোরে একজনের মৃত্যু, শনাক্ত ১১৬ 
উপসর্গ নিয়ে যশোরে একজনের মৃত্যু, শনাক্ত ১১৬ 
রাতে বের হওয়ার পর সকালে মিললো মস্তকবিহীন লাশ
রাতে বের হওয়ার পর সকালে মিললো মস্তকবিহীন লাশ
বিশ্বসেরা ভবনের পুরস্কার পেলো সাতক্ষীরার হাসপাতাল
বিশ্বসেরা ভবনের পুরস্কার পেলো সাতক্ষীরার হাসপাতাল
খুলনায় ছাত্রাবাস থেকে পিস্তল-গোলাবারুদ উদ্ধার 
খুলনায় ছাত্রাবাস থেকে পিস্তল-গোলাবারুদ উদ্ধার 
© 2022 Bangla Tribune