X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

দর্শনা চেকপোস্টে করোনা পরীক্ষায় অনিয়ম: তদন্তে ২ কমিটি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯:৫০

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে করোনা পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কমিটিগুলো গঠন করা হয়।

জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানকে প্রধান করে মোট চার জনকে সদস্য করা হয়েছে।

অপরদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের গঠিত কমিটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. ফারহানা ওয়াহিদ তানিকে প্রধান করা হয়েছে। এ কমিটিতে মোট তিন জন সদস্য রয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটির সদস্যদের তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চেকপোস্টে উদাসীনতা, পরীক্ষা ছাড়াই মিলছে নেগেটিভ সনদ

শনিবার দুপুরে চেকপোস্টে গিয়ে করোনা পরীক্ষায় গাফিলতির অভিযোগের বিষয়ে খোঁজ-খবর নেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার ও চেয়ারম্যান আলী মুনছুর বাবু। চেকপোস্টে কর্মরত স্বাস্থ্যকর্মীদের মৌখিকভাবে সতর্ক করেন জেলা প্রশাসক।

তিনি জানান, বিষয়টি স্পর্শকাতর। অভিযোগের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত ও অভিযুক্ত প্রমাণ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, দর্শনা চেকপোস্টে ভারত-বাংলাদেশে আসা-যাওয়া করা যাত্রীদের করোনা ও স্বাস্থ্য পরীক্ষার অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এতে বলা হয়েছে, ভারত থেকে দেশে ফেরা যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে স্বাস্থ্য ও করোনা পরীক্ষা করা হয় না। পরীক্ষা ছাড়াই নেগেটিভ সনদ হাতে ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া পরীক্ষা বাবদ টাকা নিয়ে রশিদ না দেওয়ারও অভিযোগ উঠেছে।

/এসএইচ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ইউক্রেনে রুশ আগ্রাসন একটি বৈশ্বিক ইস্যু: বাইডেন
ইউক্রেনে রুশ আগ্রাসন একটি বৈশ্বিক ইস্যু: বাইডেন
ডেসকোতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি
ডেসকোতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি
লিটন ফিরলেও এগিয়ে চলেছেন মুশফিক
লিটন ফিরলেও এগিয়ে চলেছেন মুশফিক
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাজী সেলিমের আপিল
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাজী সেলিমের আপিল
এ বিভাগের সর্বাধিক পঠিত
স্কুলছাত্র হত্যায় ১৭ কিশোরের সাত বছর ‘কারাদণ্ড’
স্কুলছাত্র হত্যায় ১৭ কিশোরের সাত বছর ‘কারাদণ্ড’
নদীতে নৌকায় খাচ্ছিলেন মাঝি, কার্গোর ধাক্কায় গেলো প্রাণ
নদীতে নৌকায় খাচ্ছিলেন মাঝি, কার্গোর ধাক্কায় গেলো প্রাণ
বাদাম বিক্রেতা সেজে হত্যা মামলার আসামিকে গ্রেফতার
বাদাম বিক্রেতা সেজে হত্যা মামলার আসামিকে গ্রেফতার
মাছ বাঁচাতে সাগরে কোস্টগার্ড
মাছ বাঁচাতে সাগরে কোস্টগার্ড
মিছিল থেকে মাগুরা জেলা ছাত্রদল সভাপতি-সম্পাদক আটক
মিছিল থেকে মাগুরা জেলা ছাত্রদল সভাপতি-সম্পাদক আটক