X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজকুমারীকে স্বাগত জানাতে প্রস্তুত সাতক্ষীরা

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২২, ০৮:৪৯আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৯:০১

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন আজ সাতক্ষীরার শ্যামনগরে যাচ্ছেন। তাকে স্বাগত জানাতে প্রস্তুত উপকূল এলাকা। শ্যামনগর উপকূলের সর্বত্র কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজকুমারীর আগমন উপলক্ষে সবার মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও সাজসাজ রব বিরাজ করছে।

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেখতে একদিনের এই সফরে যাচ্ছেন ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। তার সফর উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। শ্যামনগরের মুন্সীগঞ্জের কুলতলির রাস্তঘাট সংস্কার এবং তিনটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে।

জেলা তথ্য অফিস থেকে দেওয়া সফরসূচি অনুযায়ী, রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সকাল সাড়ে ৯টায় শ্যামনগরের টাইগার পয়েন্টে হেলিকপ্টার থেকে অবতরণ করবেন। এরপর গাড়িতে চড়ে শ্যামনগরের কুলতলি গ্রামে যাবেন। পরে ১৫ থেকে ২০ মিনিট ওই জনপদে পায়ে হাঁটবেন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকা ঘুরে দেখবেন। 

জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকায় অবস্থিত সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন রাজকুমারী। এ সময় বাঁধের পাশে বসবাসকারি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন। দুপুরে তিনি স্থানীয় বরসা নামের একটি রিসোর্টে মধ্যাহ্নভোজ করবেন। এছাড়া সুন্দরবন ভ্রমণ করবেন এবং বনবিভাগের লোকজনের সঙ্গে কথা বলবেন।

মুন্সীগঞ্জের কুলতলি এলাকার কৃষক ত্রদীপ সরদার বলেন, ‌‘রাজকুমারী আমাদের এলাকায় আসছেন, সেজন্য আমরা খুবই আনন্দিত। তিনি কৃষকদেরর সঙেবগ কথা বলবেন। এতে আমরা আরও খুশি।’

ইউপি সদস্য নিপা চক্রবর্তী বলেন, ‘রাজকুমারীর আগমনে আমাদের এলাকায় একটা উৎসব বিরাজ করছে। তার কাছে এই অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা তুলে ধরার চেষ্টা করবো।’

সিপিপি  ইউনিয়ন টিম লিডার জগদিশ মন্ডল বলেন, ‘আমি কথা বলার সুযোগ পেয়েছি জানি। এই অঞ্চলের দুর্যোগ মোকাবিলায় সিপিপি টিম লিডারের দায়িত্ব পালন করেছি। কীভাবে আমরা এই অঞ্চলে দুর্যোগ মোকাবিলা করে বেঁচে আছি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলের কৃষি নদী ভাঙন বিষয়গুলো তুলে ধরবো।’

মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা বলেন, ‘উপকুলবাসীর সঙেবগ জনপ্রতিনিধিরাও অতিথিকে বরণ করতে অধীর অপেক্ষায় আছেন। তারা অনুষ্ঠান সফল করতে সব রকম সহযোগিতা করে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ ধরে রাজকুমারীর আগমন উপলক্ষে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এই অঞ্চলে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করাই আমাদের জীবন-জীবিকা দেখার জন্য তিনি আসছেন। আমাদের সঙ্গে কথা বলবেন তিনি। দুর্যোগ মোকাবিলা করে এ অঞ্চলের মানুষ এলাকায় টিকে থাকতে পারে, সেই বিষয়গুলো আমি তুলে ধরা হবে।’

সাতক্ষীরার তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ‘ডেনমার্কের রাজকুমা মুন্সীগঞ্জে হ্যালিকপ্টারে নামবেন। যাবেন উপকুলবাসীর সঙ্গে সময় কাটাতে। খাবেন স্থানীয় একটি রিসোর্টে। ঘুরবেন ম্যানগ্রোভ সুন্দরবনে। তবে অতিথির নিরপত্তার কথা বিবেচনায় রেখে কোনও সংবাদই সরকারের বিটিভি ও পিআইডির সাংবাদিক ছাড়া কেউ সংগ্রহ করতে পারবেন না।’

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনীর স্টেশন অফিসার নুরুল আমিন বলেন, ‘নিরাপত্তার চাঁদরে ঢেকে দেওয়া হয়েছে বন-উপকূল সর্বত্র। উপকুলবাসী অকৃত্রিম স্বাগত জানাতে তাদের কাঁচাঘর লেপে দিচ্ছেন। রাস্তা সংস্কার করছে, যাতে অতিথির পথ চলতে কষ্ট না হয়। আর নিরাপত্তায় জড়িত সব প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। তারা পাহারা দিচ্ছে পানিতে, জঙ্গলে, ঘরবাড়িতে। এ কয়দিন নিষেধাজ্ঞা নয়, অতিথির নিরাপত্তার স্বার্থে সুন্দরবনে ঢুকতে পারবে না সাধারণ পর্যটক। জেলেদেরও অন্যদিকে সরিয়ে দেওয়া হচ্ছে।’

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে এসএসএফ। জেলা ও থানা পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘রাজকুমারীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কুলতলী গ্রামের ইটের সোলিং রাস্তা সংস্কার ও পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নিরাপত্তার জন্য সরকারের প্রায় গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান এখান সাতক্ষীরা উপকুলে। তারা এবং জেলা প্রশাসন অতিথি’র সব আয়োজন সফল করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আজই সুন্দরবন ভ্রমণ সেরে দুপুরের খাবার খেয়ে ডেনমার্কের রাজকুমারী রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে।’

/এসএইচ/
সম্পর্কিত
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!