X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঘূর্ণিঝড় অশনি: সাতক্ষীরায় বৃষ্টি, প্রস্তুত আশ্রয়কেন্দ্র

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ মে ২০২২, ১৭:৩৫আপডেট : ০৯ মে ২০২২, ১৭:৪৪

ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় উপকূলীয় জেলা সাতক্ষীরায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে ১৯৭টি সরকারি আশ্রয়কেন্দ্র। এ ছাড়া ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে চলছে সংস্কার কাজ। এদিকে, সোমবার (৯ মে) সকাল থেকে জেলাব্যাপী গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাশরুবা ফেরদৌস জানান, সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়েছে। জেলার সরকারি ১৯৭টি আশ্রয়কেন্দ্র ব্যবহার উপযোগী করা হয়েছে। এ ছাড়া ৭৪০টি স্কুল, কলেজ, মাদ্রাসাসহ অন্যান্য প্রতিষ্ঠান দুর্যোগকালীন সময়ের জন্য প্রস্তুত করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে সাড়ে তিন লাখ লোক আশ্রয় নিতে পারবেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের ৮৬টি মেডিক্যাল টিম গঠন করে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া মানুষদের সরিয়ে নিতে ট্রলার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে দুর্যোগে আক্রান্ত লোকদের সরিয়ে নিতে।

প্রস্তুত আশ্রয়কেন্দ্র

এদিকে, সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার বিষয়ে সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, ‘আজ সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সাত মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি এখনও সাতক্ষীরা উপকূল থেকে এক হাজার ২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ যে বৃষ্টি হচ্ছে এটা ঘূর্ণিঝড়ের প্রভাবে বলা যাচ্ছে না। তবে ঘূর্ণিঝড়ের চারিদিকে অনেক মেঘ জমেছে। বর্ধিত অংশের কিছু মেঘ এই দিকে চলে এসেছে সে কারণে বৃষ্টি হচ্ছে।’

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ‘আমার ইউনিয়ন পুরোটাই নদী বেষ্টিত। এর মধ্যে ছয়টি পয়েন্ট খুবই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে দৃষ্টিনন্দন, লেবুবুনিয়া, জেলেখালি, হরিষখালী বাঁধের অবস্থা খুবই নাজুক। ঝড় আসা লাগবে না। নদীতে স্বাভাবিক অবস্থার চেয়ে চার থেকে পাঁচ ফুট পানি বৃদ্ধি পেলেই ভেঙে প্লাবিত হবে এসব এলাকা। এর মধ্যে তিন জায়গায় পানি উন্নয়ন বোর্ডের কাজ করছে।’

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন বলেন, ‘সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৪৪টি পয়েন্টের বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সোমবার থেকে ওই সব স্থানে জিওব্যাগ ফেলা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
কুয়াকাটা সৈকতে ভেসে আসছে অসংখ্য জেলিফিশ
সাগরে মাছ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা
নিরাপদ পানির দাবিতে নদীতে কলস ভাসিয়ে প্রতিবাদ
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ