X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

২০ কৃষকের ধান কেটে দিলো এক স্কুলের ৩১৫ শিক্ষার্থী

নড়াইল প্রতিনিধি
১৫ মে ২০২২, ২০:৪৭আপডেট : ১৫ মে ২০২২, ২১:০৭

মাথায় গামছা বেঁধে কাস্তে হাতে অসহায় কৃষকের ধান কেটে দিতে মাঠে নেমেছে নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১৫ মে) দুপুরে তিন দিনব্যাপী ধান কাটা উৎসব শেষ হয়েছে।

এর আগে, শুক্রবার (১৩ মে) সকাল ৮টা থেকে মাঠে নেমে পড়ে তারা। শুধু ধান কাটাই নয়, বাড়িতেও পৌঁছে দিয়েছে। এই তিন দিনে সব মিলিয়ে ১৫ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে তারা। এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি এলাকার কৃষকরা।

গুয়াখোলা গ্রামের কৃষক প্রতাপ কুমার পাল বলেন, ‘বর্তমানে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ঠিকমতো শ্রমিক পাওয়া যাচ্ছে না। গুয়াখোলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী মিলে আমার ৬০ শতক জমির ধান অল্প সময়ের মধ্যে কেটে দিয়েছে। এই দুর্যোগের সময় শিক্ষক-শিক্ষার্থীদের পাশে পেয়ে আমি ভীষণ খুশি।’

একই এলাকার অপূর্ব সরকার, হাসিদা রানী, মহাদেব সরকার বলেন, ‘স্কুলের ছেলেমেয়েরা যে উদ্যোগ নিয়ে আমাদের ধান কেটে দিচ্ছে, তাতে আমরা ভীষণ খুশি।’

২০ কৃষকের ধান কেটে দিলো এক স্কুলের ৩১৫ শিক্ষার্থী

গুয়াখোলা স্কুলের শিক্ষক তাপস পাঠক ও স্বপন কুমার সেন বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টিতে অধিকাংশ জমিতে পানি জমে গেছে। ধানে অঙ্কুরোদগম হয়ে যাচ্ছে। এ সংকটময় মুহূর্তে আমরা এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়েছি। শ্রমিক সংকটকালে আমাদের বিদ্যালয়ের ৩১৫ ছাত্রছাত্রী মাঠে নেমে ধান কেটে দিয়েছে।’

স্কুলের ছাত্রী সোমা ও স্বর্ণালি বিশ্বাস বলে, ‘ঘূর্ণিঝড় অশনির কারণে কৃষকদের বেশ ক্ষতি হয়েছে। ফসল দ্রুত ঘরে তুলতে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘বোরো ধানের ভরা মৌসুমে বর্তমানে শ্রমিক সংকট চলছে। পাশাপাশি ঝড়-বৃষ্টির ফলে মাঠে পানি জমে অনেক ধানক্ষেত নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে আমরা সিদ্ধান্ত নিই, এলাকার গরিব কৃষকদের ধান কেটে দেবো। শুক্রবার থেকে তিন দিন ধরে ধান কেটে দিয়েছি। শুক্রবার সাপ্তাহিক ছুটি, শনিবার সংরক্ষিত ছুটি ও রবিবার বৌদ্ধ পূর্ণিমার ছুটি মিলে তিন দিনের এই কর্মসূচি হাতে নেওয়া হয়। এই তিন দিনে অন্তত ২০ কৃষকের প্রায় ১৫ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।’

কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, ‘খাদ্যশস্যে উদ্বৃত্ত নড়াইল জেলায় এ বছর বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ৪৮ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৪৯ হাজার ৯৪০ হেক্টর জমিতে। সময় মতো বীজ, সারসহ অন্যান্য উপকরণ পাওয়ায় ধান চাষে কোনও প্রতিবন্ধকতা হয়নি। মানভেদে বর্তমানে প্রতি মণ বোরো ধান বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১২০০ টাকায়। ধানের দাম সন্তোষজনক হওয়ায় খুশি কৃষকরা।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা