X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি

শফিকুল ইসলাম ও সালমান তারেক শাকিল
২৪ এপ্রিল ২০২৪, ২২:০০আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২২:০০

সারা দেশে অতিরিক্ত গরম ও তাপপ্রবাহ চলছে। চলছে আবহাওয়া অধিদফতরের ঘোষিত তিন দিনের সতর্কতা। এই সতর্কতা বাড়তে পারে আরও কয়েক দিন। তবে আবহাওয়ার এই উত্তাপ ফসলের মাঠে এনে দিচ্ছে কৃষকের মুখে হাসি। বোরো মৌসুমে ধান কাটার উৎসবের অপেক্ষায় কৃষকরা।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বোরো ধান ঘরে তোলার সময় ঘনিয়ে এসেছে। এরইমধ্যে হাওর অঞ্চলে সম্পন্ন হয়েছে প্রায় অর্ধেক ধান কাটা। তুলনামূলক উঁচু এলাকায় আরও ১০-১৫ দিন পর বোরো ধান কাটা শুরু হবে।

জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা ড. আবু জাফর আল মুনছুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত গরমে ধানক্ষেতের কোনও ক্ষতি হওয়ার কোনও শঙ্কা নেই। সেচ দরকার নেই এখন। বোরো মৌসুমের কারণে আমাদের মূল দৃষ্টি আসলে গরম কবে নাগাদ কমে আসবে। কারণ, এই গরম অব্যাহত থাকলে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। শিলা বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে।’

গরম হলেও আপাতত ধানের কোনও ক্ষতি নাই। বরং উপকার হচ্ছে। বলছিলেন, হবিগঞ্জ জেলার কৃষক আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ। তিনি বলেন, ‘এখন বোরো ধান প্রায় পেকে গেছে। আরও ১০-১৫ দিনের মধ্যে দাওয়া (কাটা) ধরবে সবাই। এখন বরং শিলা বৃষ্টি হলে ভয় আছে, চিটা হয়ে যাবে।’

‘ভাটির দেশে (হাওর ও তুলনামূলক নিম্নাঞ্চল) কৃষকরা ধান তুলতেছেন ঘরে। আর উজান দেশে আমরা আগৈ (বোরো সিজন শুরু হওয়ার ১৫ দিন আগে রোপণ করা ধান) ধান কাটা শুরু করবো। দুয়েক দিনের মধ্যে দাওয়া (কাটা) শুরু হবে।’

কৃষকদের দাবি, এবার ফলন ভালো হয়েছে

দেশের হাওর এলাকার অন্তত ৪২ শতাংশ ধান কাটা হয়ে গেছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন উইংয়ের মনিটরিং বিভাগের উপপরিচালক ড. জাফর। তিনি আশা করেন, সারা দেশ থেকে তিনি যে তথ্য পেয়েছেন, সেসব বিবেচনা করলে আগামী সাত দিনের মধ্যে আরও বাকি ধান কাটা হয়ে যাবে। তিনি বলেন, ‘এপ্রিল মাসের মধ্যে বোরো ধান তোলা হয়ে যাবে, আশা করি।’

হাওর ছাড়া অন্যান্য এলাকার ধান কাটা শুরু হয় আরও ২০-২৫ দিন পর, উল্লেখ করেন আবু জাফর।

জানতে চাইলে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের কৃষক আসলাম মিয়া জানিয়েছেন, তীব্র গরমে কষ্ট তো হচ্ছেই। তবে মাঠের ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। সে আশঙ্কাও নেই, যদি শিলা বৃষ্টি না হয়। অপরদিকে অল্পস্বল্প পেঁয়াজ ও সরিষার চাষও করেছি। তা ঘরে উঠে গেছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে প্রবহমান তাপপ্রবাহ আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। গত সোমবার (২২ এপ্রিল) এ তথ্য জানিয়ে উল্লেখ করা হয়, গরমের অনুভূতি আরও বাড়তে পারে। সোমবার থেকে সারা দেশে নতুন করে আরও ৭২ ঘণ্টার সতর্কতা জারি করা হয়েছে, যা এখনও চলমান।

আবহাওয়ার এই পরিস্থিতিতে ফসলের ওপর কেমন প্রভাব পড়তে পারে—এমন প্রশ্নের জবাবে আবু জাফরের ভাষ্য, ‘বোরো ধানে তাপজনিত ক্ষতি বা তাপপ্রবাহ হলে ধান চিটা হতে পারে। যে স্টেজে এটা হওয়ার কথা ছিল, সেটা পার হওয়ার পর গরম পড়েছে। ধানের যে ক্ষতি হতো,  চিটা হতো, তা হয়নি।’

‘এখন আমাদের আশঙ্কা, এই গরমের পর আবহাওয়ায় বদল আসবে, ঝড় আসবে। এতে যদি শিলা পড়ে, তাহলে সেটা চিন্তার বিষয়। এ নিয়ে টেনশনে আছি আমরা, আর কোনও সমস্যা নেই ফসলের মাঠে’, বলেন সরেজমিন উইংয়ের মনিটরিং বিভাগের উপপরিচালক ড. আবু জাফর।

গত মার্চের (চৈত্রের বৃষ্টি) শেষ সপ্তাহে টানা কয়েক দিন বৃষ্টি হয়। ওই সময় রাজধানীতে বৃষ্টির সঙ্গে শিলাও পড়ে। ঢাকার বাইরে সিলেটেও শিলা বৃষ্টি হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তাদের ভাষ্যমতে, তখন কোনও ক্ষতি হয়নি ফসলের। তবে কিছু কিছু এলাকার কৃষক জানিয়েছিলেন, ওই সময় পেঁয়াজ ও সরিষায় কিছুটা প্রভাব পড়েছিল।

তীব্র গরমে বোরোর কোনও ক্ষতি হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বোরো উৎপাদনের তথ্যে দেখা গেছে, স্থানীয় জাতের বদলে উচ্চ ফলনশীল জাত (উফশী) ও হাইব্রিড ধান চাষ করায় ২০২২-২৩ অর্থবছরে দেশে টানা ষষ্ঠবারের মতো ধানের উৎপাদন বেড়েছে।

২০২২-২৩ অর্থবছরে বোরো মৌসুমে দুই কোটি সাত লাখ টন ধান উৎপাদিত হয়েছে। এটি এর আগের অর্থবছরের তুলনায় তিন শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবছরে দেশে মোট চাল উৎপাদন ২ দশমিক ৫ শতাংশ বেড়ে তিন কোটি ৯১ লাখ টনে দাঁড়ায়।

সংশ্লিষ্ট কেউ কেউ মনে করছেন, এ বছরও বোরো ধানে রেকর্ড উৎপাদন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

এ প্রসঙ্গে জানতে চাইলে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ জানিয়েছেন, বোরোর সংকটকাল চলে গেছে। এখন ফসল তোলার পালা। আগামী কয়েক দিনের মধ্যে বোরো ফসল কাটার কাজ পুরোদমে শুরু হবে। চলমান তাপপ্রবাহ বোরোর তেমন কোনও ক্ষতি করতে পারেনি। তবে আগামী কয়েক দিনের মধ্যে ফসল কাটার আগে ঝড়-বৃষ্টি বা শিলা বৃষ্টি না হলে বোরোর কোনও ক্ষতি হবে না। আশা করছি এবারও বোরোর বাম্পার ফলন হবে।

ছবি: মো. আসাদুজ্জামান

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে
বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ