X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

১১ বছর পর দুই ইউনিয়নে নির্বাচন, ইভিএমে ধীরগতি

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১৫:২৭আপডেট : ১৫ জুন ২০২২, ১৫:২৭

দীর্ঘ ১১ বছর পর ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ও পাগলাকানাই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ দুটি ইউনিয়নে এবারই প্রথম ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। তবে ভোট দিতে গিয়ে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ইভিএমে ভোট দিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোটারদের। প্রতিটি ভোট দিতে প্রায় ১০ মিনিট সময় লাগছে। এছাড়া বয়স্কদের আঙুলের ছাপ নিতে সমস্যা দেখা দিচ্ছে।

সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সঞ্জীব কুমার বৈদ্য জানান, এবারই প্রথম ইভিএমে ভোট দিচ্ছে এই ইউনিয়নের ভোটাররা। ভোট দিতে কিছুটা সময় লাগছে। এর কারণ মক ভোটিংয়ে ভোটাররা না আসা। তবে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।

সুরাটে ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৯৫০ জন। পুরুষ ৫ হাজার ৫৪৭ এবং নারী ৫ হাজার ৪০৩ জন। পাগলাকানাই ইউনিয়নে মোট ভোট ১৪ হাজার ১১৪ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৭৪ এবং নারী ভোটার রয়েছে ৭ হাজার ২৪০ জন।

পাগলাকানাই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের আতাউর রহমান আতা এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিষ্কৃত সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার কেবি নৌকা প্রতীকে, আশরাফ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে, বহিষ্কৃত সাবেক জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ লাল মোটরসাইকেল প্রতীক নিয়ে এবং সাবেক আনসার কমান্ড্যান্ট ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল্লাহ বাবলু অটোরিকশা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সীমানা জটিলতা মামলায় ঝিনাইদহ সুরাট ও পাগলাকানাই ইউনিয়নে ১১ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০১১ সালের জুন মাসে সর্বশেষ এ দুটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলা নিষ্পত্তি হওয়ায় আদালতের নির্দেশে নির্বাচন চলছে।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
‘ম্যাজিক মেশিন’ নিয়ে ঢাকায় সিইসির যে মন্তব্য ভারতে ভাইরাল 
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়