X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নিজের শরীরে কেন আগুন দিলেন সাবেক ছাত্রলীগ নেতা?

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
০৫ জুলাই ২০২২, ০২:৪৩আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৮:৫৪

সাবেক ছাত্রলীগ নেতা গাজী আনিস (৫৫) জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের শরীরে আগুন দিয়েছেন। সোমবার (৪ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। তবে কী কারণে তিনি নিজের শরীরে আগুন দিয়েছেন, সে বিষয়ে কিছুই বলতে পারছেন না স্বজনরা।

আনিছুর রহমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি দক্ষিণপাড়া গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে। তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে কুষ্টিয়া শহরে ভাড়া বাসায় বসবাস করছেন। ১৯৯১ সালে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৯৩ সালে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

এ বিষয়ে আনিছুর রহমানের বড় ভাই ইসমাইল হোসেন রাজা সোমবার রাত ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, আমার ভাই একসময় চাকরি করতো। গ্রামীণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিল। পরে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেছিল।

ইসমাইল হোসেন বলেন, আমার ভাই শরীরের ব্যাপারে খুব সচেতন ছিল। করোনাকালীন ঘরে বসে থেকেছে। আমার ধারণা এটি আত্মহত্যা নয়, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। শুনেছি হেনোলাক্সের কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওনা রয়েছে তার। ওই টাকার জন্য ঢাকায় গিয়েছিল। বাড়ি থেকে যাওয়ার আগে বিষয়টি আমার চাচাতো ভাইকে বলেছিল। এরই মধ্যে সোমবার সন্ধ্যায় শরীরে আগুন দেওয়ার কথা জানতে পেরেছি আমরা। কিন্তু কেন শরীরে আগুন দিলো তা জানি না।

গাজী আনিসের ছোট ভাই তারেক হোসেন বলেন, আনিস কুষ্টিয়া শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি স্বনির্ভর নামে একটি এনজিও সংস্থা পরিচালনা করতেন। এছাড়া শহরে তোফাজ্জল ক্লিনিক যৌথভাবে পরিচালনা করতেন। কেন হঠাৎ নিজের শরীরে আগুন দিয়েছেন তা আমরা বুঝতে পারছি না। বিষয়টি তদন্ত করে দেখার অনুরোধ জানাই। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, কী কারণে তিনি নিজের শরীরে আগুন দিয়েছেন, তা নিয়ে থানায় কোনও অভিযোগ দেননি স্বজনরা। এমনকি আমাদের কিছুই জানাননি তারা।

আরও পড়ুন: প্রেসক্লাবে নিজের শরীরে আগুন দিলেন সাবেক ছাত্রলীগ নেতা

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন