X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

জোয়ারের পানিতে ডুবে গেছে পাইকগাছার জেলেপল্লী

খুলনা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১২:৪৪আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১২:৪৭

বৈরী আবহাওয়ায় কপোতাক্ষ নদ ও শিবসা নদীর জোয়ারের পানিতে খুলনার পাইকগাছা উপজেলার জেলেপল্লী প্লাবিত হয়েছে। ভেসে গেছে বেশ কয়েকটি মৎস্যঘের। বসতঘরে ঢুকেছে লোনাপানি। 

শিবসার প্রবল জোয়ারে রবিবার (১৪ আগস্ট) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের ২৩ নম্বর পোল্ডারের বয়ারঝাঁপা এলাকার ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে প্রায় ৩০ ফুট বাঁধ ভেঙে পানি প্রবেশ করে। কপোতাক্ষের জোয়ারের পানিতে রামনাথপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানির চাপে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ওই এলাকার বাসিন্দাদের।

হরিঢালি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য শংকর বিশ্বাস বলেন, ‌‌‘রবিবার শিবসা নদী‌র প্রবল জোয়ারের লোনা পানিতে মাহমুদকাটির জেলেপল্লীসহ রামনাথপুর এলাকা প্লাবিত হয়।’

সোলাদানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বৈরী আবহাওয়ায় গতকাল দুপুরে জোয়ারের সময় শিবসা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। এতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে ছোট-বড় মৎস্য ঘের তলিয়ে গেছে।’

সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান, শিবসার তীরবর্তী বয়ারঝাঁপার ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে ওয়াপদার দুর্বল বেড়িবাধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তাৎক্ষণিক ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান, ওয়াপদার বাঁধ ভেঙে যাওয়ার খবরে পেয়ে তিনি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত বাঁধ প্রাথমিকভাবে মেরামত করার প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, জোয়ারে পাউবোর ঝুঁকিপূর্ণ ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত বাঁধটির সংস্কারে প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট