X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়লো ১১ শিক্ষার্থী

মোংলা প্রতিনিধি 
১৬ নভেম্বর ২০২২, ২০:৫৭আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ২০:৫৭

বাগেরহাটের রামপালের ঝনঝনানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, অ্যাসেম্বলির পর তপ্ত রৌদে মাঠ পরিষ্কার করায় তারা অসুস্থ হয়ে পড়ে।

জানা গেছে, বুধবার (১৬ নভেম্বর) সকালে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিনের মতো স্কুলে হাজির হয়। এরপর তাদের অ্যাসেম্বলি শেষ হলে মাঠ পরিষ্কার করার নির্দেশ দেন প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস। এতে ১১ জন অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষকরা অভিভাবকদের খবর দিয়ে হাসপাতালে ভর্তি করান।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- নিপা (১৪), কারিমা (১২), তানিয়া (১৩), চায়না (১২), জুইমনি (১২), অন্তরা (১২), শাহাদাৎ ব্যাপারী (১৪), তুলি (১২), নাম (১৪), সপিয়া (১৩) ও সাবিনা (১২)। তারা সবাই সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাদের সবার বাড়ি ঝনঝনিয়া গ্রামে।

তারা সবাই অভিযোগ করে বলে, স্কুলে গেলে পিটি করানোর পর রৌদের মধ্যে তাদের দিয়ে মাঠ পরিষ্কার করায়। এতে তারা অসুস্থ হয়ে পড়ে।

একই অভিযোগ করেন অভিভাবকরা। তারা বলেন, আমরা আমাদের ছেলে-মেয়েদের সকালে খাবার খাইয়ে ও টিফিন দিয়ে স্কুলে পাঠাই। শিক্ষকরা অসত্য বলেছেন।  

এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ দাবি করেন, শিক্ষার্থীরা ঠিকমতো না খেয়ে স্কুলে আসে। তাদের গ্যাসের সমস্যা হয়েছে।

বিদ্যালয়ে কর্মচারী থাকতে কেন শিশুদের দিয়ে মাঠ পরিষ্কার করালেন- এমন প্রশ্নে তিনি বলেন, এতে দোষ কী? আমরাও তো বিদ্যালয়ে পড়াকালে মাঠ পরিষ্কার করেছি।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, এটা গণ হিস্টেরিয়া। বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত আসা রোগীদের ভর্তি করে সেবা দিচ্ছি। তাদের গ্যাস্ট্রিক বা অন্যকোনও সমস্যা নেই, তবে একটি ছেলে আগে থেকেই অসুস্থ।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক