X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ার গ্রামে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকার লড়াই

কুষ্টিয়া প্রতিনিধি
২২ নভেম্বর ২০২২, ২১:২৯আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২১:২৯

বিশ্বজুড়ে চলছে ফুটবল উন্মাদনা। সে হাওয়া লেগেছে দেশের ফুটবল সমর্থকদের গায়েও। বিশ্বকাপ এলেই বাংলাদেশে শুরু হয়ে যায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের যুক্তিতর্ক। কে জিতবে শিরোপা। বিশ্বকাপের সেই হাওয়ায় গা ভাসিয়ে কুষ্টিয়া জেলার প্রত্যন্ত গ্রামে সমর্থকরা তৈরি করেছেন দীর্ঘ পতাকা। পছন্দের ফুটবল দলের প্রতি সমর্থন ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে কে কত বড় পতাকা টানাবেন তা নিয়ে চলছে রীতিমতো প্রতিযোগিতা। দেখে মনে হবে যেন 

কুষ্টিয়ার মিরপুর উপজেলা দুই প্রত্যন্ত গ্রামে পতাকা টানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকেরা। 

জানা গেছে, কুষ্টিয়ার-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের  মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকায় ব্রাজিল ফুটবল দলের সমর্থনে সেখানে প্রায় ৪৫০ হাত পতাকা টানিয়েছেন সমর্থকরা।

 এছাড়া একই উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের তিলকান্দ্রা গ্রামে প্রায় ২৭০ ফুট লম্বা পতাকা টানিয়েছেন সেখানকার আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।
 
এমন পতাকা প্রদশর্নে বেশ উচ্ছ্বসিত দুই এলাকার আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থক ও স্থানীয়রা। বিশ্বকাপে স্ব-স্ব দলের জয়ের ব্যাপারেও আশাবাদী তারা।
 
উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকার স্থানীয় ব্রাজিল ফুটবল দলের সমর্থক সালমান রাজ সাদ্দাম বলেন, ২০১০ সাল থেকে ব্রাজিল ফুটবল দলের সমর্থনে আমাদের কাতলামারী এলাকায় পতাকা টানানো হয়। এবার প্রায় ১০ হাজার টাকা ব্যয়ে ৪৫০ হাত লম্বা পতাকা টানানো হয়েছে। এর আগের বিশ্বকাপে ৬৫০ হাত দীর্ঘ পতাকা টানানো হয়েছিল।
 
তিনি আরও বলেন, খেলার গতিপ্রকৃতি লক্ষ করে পতাকা বাড়ানোর ইচ্ছে আছে। যদি ব্রাজিল দল ভালো খেলে তাহলে আরও ৫০০ হাত পতাকা টানানোর ইচ্ছে আছে। ব্রাজিল দল জিতবে এটাই প্রত্যাশা করছি। তবে যদি হেরেও যায় তবু এই দলের প্রতি আমাদের সমর্থন ও ভালোবাসা একইরকম থাকবে। 

 প্রায় একই ধরনের কথা বলেন উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের তিলকান্দ্রা গ্রামের আর্জেন্টিনা সমর্থক নাজমুল ইসলাম নামের এক যুবক। তিনি বলেন, আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনে এবারও তিলকান্দ্রা গ্রামে ২৭০ ফুট লম্বা পতাকা টানানো হয়েছে। দল ভালো খেললে পতাকা আরও দীর্ঘ হবে।

এ ছাড়াও যেই দিনগুলোতে আর্জেন্টিনা খেলা অনুষ্ঠিত হবে সেদিন প্রায় ৫০ জনের খাওয়ার আয়োজন থাকছে। থাকছে একসঙ্গে বসে খেলা দেখার ব্যবস্থা।
 
তিনি আরও বলেন, প্রত্যাশা করছি এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। তবে দল যদি হেরেও যায় তবু আমরা তাদেরকে সমর্থন করেই যাবো।

/টিটি/
সম্পর্কিত
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসা সৌদি কোচের পদত্যাগ
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা