X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখুক, আবার যেন প্রধানমন্ত্রী হন’

হেদায়েৎ হোসেন, যশোর থেকে
২৩ নভেম্বর ২০২২, ১৭:৩৯আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৭:৩৯

প্রধানমন্ত্রীর বৃহস্পতিবারের (২৪ নভেম্বর) জনসভাকে ঘিরে প্রচার প্রচারণা, আর স্লোগানে স্লোগানে মুখরিত যশোর। সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ এবং উন্নয়নের নতুন ভাবনার কথা শুনতে অপেক্ষায় রয়েছেন। এর বাইরেও নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণে কাজ করছেন স্থানীয়রা। এছাড়া হত দরিদ্র ও দরিদ্র মানুষজন স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও খোলা বাজারে (ওএমএস) কম দামের খাদ্য সহায়তায় সন্তোষ প্রকাশ করেছেন। 

রেল রোড এলাকায় বসবাসরত গোপালগঞ্জের ফাতেমা বেগম বলেন, ‘শেখ হাসিনা ভালো, চাল-আটা এখন ভালোই পাচ্ছি। তিনি দেশে শান্তি এনেছেন। অসহায় মানুষের জন্য কম দামে চাল ও আটার ব্যবস্থা করেছেন। তার কাজের সুফল পেয়েছি আমরা। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। তিনি যেন আবারও প্রধানমন্ত্রী হয়ে আমাদের মতো মানুষের জন্য আরও ভালো কিছু করতে পারেন এটাই চাওয়া।’

গরিব মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন স্থানীয় শুকুরণ বেগম। তিনি বলেন, ‘শেখ হাসিনার সুদৃষ্টিতে আমরা গরিব মানুষরা কম দামে চাল ও আটা পাচ্ছি। আমরা এখনও দু’বেলা খেয়ে বেঁচে আছি।’

রেলরোড এলাকায় সরকারি চাল ও আটা বিক্রি প্রতিষ্ঠানের জুয়েল বলেন, এখানে প্রতিদিনই সরকারি চাল ও আটা ন্যায্যমূল্যে সরবরাহ করা হচ্ছে। ১৫০ টাকায় পাঁচ কেজি চাল ও ১২০ টাকায় পাঁচ কেজি আটা দেওয়া হয়। এখান থেকে ১৭৯ অসহায় মানুষকে তালিকা ধরে ধরে এসব সামগ্রি সরবরাহ করা হয়।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে জানিয়ে কলা ব্যবসায়ী মো. জাহিদ হোসেন বলেন, ‘বরিশাল থেকে এক বছর আগে যশোরে এসেছি। এখানে আমি কলার ব্যবসা করি। তবে ব্যবসা করতে গিয়ে গত এক বছরে কোনও বিপত্তিতে পড়তে হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। প্রশাসন বা স্থানীয় কোনও চক্র কখনও চাঁদা চায়নি। কখনও রাতের বেলায়ও সমস্যায় পড়তে হয়নি।’ 

এদিকে বর্তমান সরকারের সময় যশোরে সংঘর্ষ কমেছে জানিয়ে রেলগেট এলাকার ব্যবসায়ী আব্দুল বারী বলেন, সরকারের নেওয়া নানা পদক্ষেপে জেলার সামগ্রিক অবস্থার পরিবর্তন হয়েছে। কাজী নাবিল আহমেদ যশোর-৩ এর এমপি হওয়ার পর এলাকায় শান্তি ফিরেছে। এখন কোনও সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটে না। তাই বর্তমান এমপির কাছে প্রত্যাশা রেল রোডের ড্রেনেজ ব্যবস্থা ও সড়কের অবস্থার যেন উন্নয়ন করেন। 

সার্বিক বিষয়ে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, খোলা বাজারে হতদরিদ্রদের জন্য সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি নজির সৃষ্টি করেছে। অসহায় মানুষ কম দামে মানসম্পন্ন চাল, আটা কিনতে পারছে। যা সবারই খাদ্যের অধিকার পূরণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নেও যত্নশীল রয়েছেন।

যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ড বলেন, যশোরের জন্য প্রতিদিন ১১ মেট্রিক টন চাল ও ১১ মেট্রিক টন আটা বরাদ্দ পাওয়া যায়। কিন্তু যশোর জেলায় ১৪ জন ডিলার রয়েছেন। তাই বরাদ্দ চাল ও আটা ১৪ জন ডিলারের মধ্যে সমহারে বণ্টন করা হয়। ফলে প্রতিজন ডিলার ৭৮৫ কেজি করে চাল ও ৭৮৫ কেজি করে আটা বরাদ্দ পান। যা শহরের ১৪টি পয়েন্টে অসহায় মানুষের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে (চাল প্রতি কেজি ৩০ টাকা ও আটা প্রতি কেজি ২৪ টাকা) কিনতে পারেন। প্রতিজন দিনে একবার পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা কিনতে পারেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়